আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:২৫

অষ্টমী স্নানোৎসব সম্পন্ন

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৪ | ৯:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে লাঙ্গলবন্দ স্নানোৎসব। গত সোমবার বিকেল ৪টা ২৫ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে স্নান উৎসবের উদ্বোধন করেন হিন্দু নেতারা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৫৬ মিনিটে লগ্ন অনুসারে এ স্নানোৎসব সম্পন্ন হয়। গত বছর ১৯টি ঘাটে স্নান অনুষ্ঠিত হলেও এ বছর আরও একটি ঘাট বাড়িয়ে মোট ২০টি ঘাটে স্নান অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় সোনারগাঁ থানা এলাকাতেও পুণ্যার্থীদের স্নান করার ব্যবস্থা করা হয়েছে। তবে মূল অনুষ্ঠান ও রাজঘাটসহ ঐতিহাসিক মহাত্মা গান্ধী ঘাট, প্রেমতলা ঘাট, কালীঘাটসহ প্রধান প্রধান ঘাটগুলো নদের পশ্চিম পাড়ে হওয়ায় এখানে পুণ্যার্থীদের ভিড় বেশি হচ্ছে। ইতোমধ্যে লাখ লাখ পুণ্যার্থী স্নান সম্পন্ন করেছেন। তবে অতিরিক্ত গরমের কারণে স্নান শেষে অনেক পুণ্যার্থীকে দ্রæত লাঙ্গলবন্দ এলাকা ছাড়তে দেখা গেছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে প্রশাসনের নজরদারি আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে স্নান করতে এসে অতিরিক্ত গরমের কারণে বয়স্ক কয়েকজন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের আয়োজক কমিটির সহায়তায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও উৎসবমুখর পরিবেশে লাখো হিন্দু ধর্মাবলম্বীদের পথচারণায় মুখরিত হয় লাঙ্গলবন্দ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ললিত সাধুর আশ্রম থেকে বন্দর লোকনাথ মন্দির পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে ২০টি ঘাটে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের এই মহাঅষ্টমী স্নান উৎসব। প্রতিবছরের মত এ বছরেও বাংলাদেশ সহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পূণ্যার্থীরা পাপ মোচন ধুয়ে মুছে যাবে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই প্রার্থনা করে স্নান উৎসবে অংশ নিয়েছে পূণ্যার্থী। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, মাসখানেক আগে থেকে উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের আবহাওয়াও অনুক‚লে আছে। তাছাড়া প্রশস্ত করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা। তার কারণে দুদিন আগে থেকে দেশ-বিদেশের পূণ্যার্থীরা আশ্রয় কেন্দ্রে অংশগ্রহণ করেছে। এবারে স্নানোৎসবে ১০ লক্ষ্যের অধিক পূণ্যার্থীরা অংশগ্রহণ করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা