
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী আতাউর রহমান মুকুলের মনোনয়ন বাতিলের চেষ্টা অবশেষে ভেস্তে গেছে। একটি পক্ষ মনোনয়ন বাতিলের জন্য তাঁর বিরুদ্ধে কর খেলাপের অভিযোগ এনে অভিযোগ দিয়েছিল জেলা নির্বাচন কর্মকর্তাসহ অনেকগুলো সরকারি অফিসে। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। তাই যারা তাঁর মনোনয়ন বাতিলের চেষ্টা করেছিল তাদের সেই চেষ্টা বিফলে গেছে বলে মনে করছেন মুকুল ঘনিষ্ঠ নেতাকর্মীরা। জানা গেছে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে অন্য চেয়ারম্যান প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন বন্দর উপজেলার ২ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। বিষয়টিকে স্বাভাবিক ভাবে নেয়নি অন্য চেয়ারম্যান প্রার্থীদের কেউ কেউ। তাই তারা মনে করেছেন প্রথম সুযোগেই যদি মুকুলের মনোনয়ন বাতিল করা যায় তাহলে তাদের পথ অনেকটাই সুগম হয়। কিন্তু তাদের অভিযোগ আমলে না নেয়ায় প্রথম বাধা টপকে গেছেন আতাউর রহমান মুকুল। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আতাউর রহমান মুকুল ছাড়া বাকিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন এবং তার ছেলে মাহমুদুল হাসান। আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান আতাউর রহমান মুকুলকে করখেলাপী উল্লেখ করে অভিযোগ করেন, আতাউর রহমান মুকুল সিলভার ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। উক্ত প্রতিষ্ঠানের ২০১৩-২০১৪ করবর্ষ হইতে ২০১৯-২০২০ করবর্ষ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার ৭২৭ টাকা বকেয়া এবং ২০২০-২০২১ করবর্ষ হইতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ণ দাখিল করেন নাই বিধায় উক্ত প্রতিষ্ঠান কর খেলাপী হিসাবে বিবেচিত হওয়ার যোগ্য। যদিও অভিযোগ অস্বীকার করে আতাউর রহমান মুকুল বলেন, উল্লেখিত প্রতিষ্ঠানের মালিকানায় আমি নেই তাই অভিযোগটি মিথ্যা। আতাউর রহমান মুকুল বিএনপির সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের চাচাত ভাই। নিজের বিশাল কর্মীবাহিনী ছাড়া বন্দরের সব মহলে তাঁর ইতিবাচক গ্রহণযোগ্যতা আছে। তাই নির্বাচন দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন তিনি। বন্দর উপজেলা নির্বাচনে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি আতাউর রহমান মুকুল। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাই বিনা ভোটেই বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদের ভোটগ্রহণ। আরও অনেক পথ বাকি আছে নির্বাচনের। এখন দেখার বাকি মুকুল ঠেকাতে তাঁর বিরোধী পক্ষ ভোটগ্রহণের আগে আর কোন কোন কৌশল প্রয়োগ করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯