ঝুলে আছে না’গঞ্জ জেলা আ’লীগ!

ডান্ডিবার্তা | এপ্রিল ১৮, ২০২৪, ১১:৫১ | Comments Off on ঝুলে আছে না’গঞ্জ জেলা আ’লীগ!

ডান্ডিবার্তা রিপোর্ট
কার ইশারায় দীর্ঘদিনেও হচ্ছে না নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এমন প্রশ্ন এখন তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে? হবে হচ্ছে করেও কমিটি ঝুলে থাকায় নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে বাড়ছে অসন্তোষ এবং তৈরি হচ্ছে নানা প্রশ্ন। বিশেষ করে, সম্মেলন হয়ে যাওয়ার পর সভাপতি-সাধারণ সম্পাদকের দেয়া পৃথক দুই খসড়া কমিটি নিয়ে তোলপাড় শুরু হয় দুই মেরুতেই। কমিটিতে নিজ বলয়ের আধিক্য বাড়াতে তখন অনেকেই ছুটেছেন কেন্দ্রের দিকে। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে থেমে যায় কমিটিকেন্দ্রীক আলোচনা। নির্বাচন শেষ হওয়ায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি সেই আলোচনায় সরগরম। দীর্ঘ দুই যুগ পর ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পূর্বের কমিটির সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে স্বপদে বহাল রেখে ১৫ দিনের মধ্যে নতুন খসড়া কমিটি কেন্দ্রে জমা দেয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যদিও মেরুগত টানাপোড়েনের ফলে কয়েক মাস পর পৃথকভাবে কমিটির খসড়া তালিকা কেন্দ্রে জমা দেন সভাপতি এবং সেক্রেটারি। গত বছর ১৮ মার্চ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই তার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা কেন্দ্রে প্রেরণ করেন। সেখানে তিনি যুগ্ম সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ এবং অ্যাডভোকেট মফিজ উদ্দিনের নাম প্রস্তাব করেন। এর প্রায় দেড় মাস পর, ৩০ এপ্রিল কেন্দ্রে পৃথক খসড়া কমিটি প্রেরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। সেখানে তিনি যুগ্ম সম্পাদক পদে ডা. আবু জাফর চৌধুরী বীরু, নাজমুল আলম সজল এবং মীর সোহেলের নাম প্রস্তাব করেন। পর্যালোচনায় দেখা যায়, উভয়ের খসড়ায় যুগ্ম সম্পাদক পদ ছাড়াও সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সদস্য পদসহ বেশ কয়েকটি পদের নামের তালিকায় অমিল রয়েছে। দুই খসড়া তালিকাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিদ্যমান দুটি মেরুতে পক্ষে-বিপক্ষে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও অনুসন্ধানের পর উভয়ের প্রস্তাবিত খসড়ার সমন্বয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। তবে নানা ব্যস্ততায় জেলা কমিটির অনুমোদন এখনও আসেনি। একদিকে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভি দুজনেই নতুন কমিটিতে নিজস্ব লোক ঢুকিয়ে নিজ বলয় তৈরি করতে সভাপতি, সাধারণ সম্পাদককে বিভিন্নভাবে প্রভাবিত করছেন বলেও তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল হাই ও শহীদ বাদলের নিজস্ব কর্মী বাহিনী নেই বললেই চলে। বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করতে গেলে বা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হলে শামীম ওসমান ও ডা. আইভি ছাড়া কোনো বিকল্প নেই বলেও মনে করেন অনেকে। ফলে সভাপতি, সাধারণ সম্পাদকের অদক্ষতা এবং নেতাকর্মী শূন্যতার কারণেই তারা নিজ উদ্যোগে দল গুছিয়ে কমিটি দিতে ব্যর্থ হচ্ছেন বলে মনে করেন অনেক নেতাকর্মী। এ বিষয়ে জানতে চাইলে আবদুল হাই বলেন, ‘আমরা বহু আগেই কেন্দ্রে খসড়া কমিটির তালিকা পাঠিয়েছি। তবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন আসেনি। এখন যেহেতু নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠন হয়েছে, সেহেতু কিছুদিন পর আমরা জেলা কমিটির বিষয়ে কেন্দ্রে আলোচনা করবো। আশা করছি দ্রæত সময়ের মধ্যেই একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। জানা গেছে, জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার মধ্যকার সম্পর্কের রঙ বারবার বদলেছে। নানা বিষয়ে তাদের মধ্যে যেমন দ্বিমত রয়েছে, আবার ক্ষেত্র বিশেষে একে অপরের পাশেও তাদের দেখা গেছে। সবশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর দুই নেতার মাঝে দূরত্ব প্রকাশ পেয়েছে। তারা সমন্বয় ছাড়াই পৃথকভাবে খসড়া তালিকা কেন্দ্রে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে কার প্রস্তাবিত কমিটির অনুমোদন মিলবে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আব্দুল হাই বলেন, ‘শুধু নারায়ণগঞ্জেই নয়, অন্যান্য জেলার ক্ষেত্রেও সভাপতি-সেক্রেটারি পৃথকভাবে কমিটি জমা দিয়েছিল। নেত্রীর নির্দেশনা ছিল যে, যেই জেলা থেকে একক কমিটি এসেছে, সেগুলোর অনুমোদন দিতে এবং যেসব জেলা থেকে পৃথকভাবে খসড়া কমিটি এসেছে সেগুলো সমন্বয় করে দেয়ার জন্য। এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ থেকে যে দুই খসড়া কমিটি দেয়া হয়েছে, তা সমন্বয় করেই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসবে বলে আমি মনে করি। পৃথক কমিটি দেয়া হলেও এর মধ্যে ১৮টি পদে কমন প্রার্থী ছিল। এই ১৮টি বাদ দিয়ে বাকিগুলোতে সমন্বয় হবে। বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি। এ বিষয়ে শহীদ বাদল জানান, কমিটির বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। কেন্দ্রীয় নেতারা যখন কমিটি দেয়ার কথা মনে করবেন তখনই হবে। আমাদের মাঝে কোনো বিরোধ নেই।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | No Comments on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩১
  • ১৯:৫০
  • ৫:২৪

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪