
ডান্ডিবার্তা রিপোর্ট
সরকার পতনে ব্যর্থ হয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে হতাশা জেঁকে বসেছে। জেলা ও মহানগরের বিএনপি নেতারা মাঠে ময়দানে চাপাবাজি করলেও তাদের কাজেকর্মে হতাশার ছাপ স্পষ্ট। আন্দোলন জমাতে না পারায় মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দিন দিন নিষ্ক্রিয় হয়ে স্বেচ্ছায় ঘরবন্দি থাকছেন। চলতি মাসের শুরুতে রাতের আঁধারে অচেনা দুর্বৃত্তের হাতুড়ির পিটুনিতে চাষাঢ়ার টাউন হলে স্থাপিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরাল ভূপাতিত হয়। ভোর হতে না হতেই মারাত্মক এ দুঃসংবাদটি এককান দু’কান হয়ে দুই খানের কানেও পৌঁছে যায়। মোবাইলে খবর পেয়ে সকালে মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু অকুস্থলে গিয়ে হম্বিতম্বি শুরু করেন। গণমাধ্যমকর্মীদের সাথে ফোনে যোগাযোগ করেন। জিয়ার ভূপাতিত ম্যুরালের সামনে দাঁড়িয়ে ফটোশেসন করেন। এরপর এ কাজের জন্য ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানকে দায়ী করে টিপু হেড়ে গলায়‘ দেখিয়ে দেবো, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো’ বলে হুংকার দিয়ে আল্টিমেটাম ছুঁড়ে দেন। ব্যাস, ওই পর্যন্তই! আল্টিমেটাম শেষ হয়ে যাওয়ার পরও আন্দোলনের মাঠে এই দুই খানের চেহারা কেউ দেখেছেন বলে মনে হয় না। তবে এ বিষয়টি নিয়ে জেলা বিএনপির নেতাদের ভূমিকা রহস্যময় বলেই মনে করা হয়। আন্দালন দূরে থাক, প্রকাশ্যে কিছু বলতেও যেনো নেতারা সাহস পাচ্ছেন না। জিয়ার ম্যুরাল ভাঙ্গা নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শামীম ওসমান জোরালো বক্তব্য রাখার পর সার্বিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে শুরু করেছে। বিএনপিও এ নিয়ে আর কোন কথা বলছে না। জেলা প্রশাসনের সহায়তায় সাংসদ শামীম ওসমান জিয়া হলের জায়গায় ‘৬ দফা মঞ্চ’ নির্মাণের কাজ দ্রæত এগিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। আসছে ১৫ আগস্ট এ মঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। সবদিক দিয়েই বিএনপি পিছিয়ে পড়ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ দলটি এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণান্ত চেষ্টায় লিপ্ত। জাতীয় এবং স্থানীয় সব নির্বাচন বয়কট করাটা দলের বিপদ ডেকে আনছে বলে মনে করছেন বোদ্ধামহল। অদূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপি সরকারের কৌশলের কাছে বার বার হেরে গিয়ে হতাশায় কুঁকড়ে যাচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং প্রতিহতের ডাক দিয়েও বিএনপির নেতাকর্মীরা মাঠে না থাকায় সরকার নির্বিঘেœ নির্বাচন করে ফেলেছেন। এখন দলীয় প্রতীকহীন উপজেলা নির্বাচন করতে যাচ্ছে সরকার। বিএনপি এ নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের বেশিরভাগ নেতাকর্মীই উপজেলা নির্বাচনে অংশ নেয়ার পক্ষে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। মহানগর বিএনপির মধ্যমসারির এক নেতা বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে যেতো, তবে জয়-পরাজয় যাই হোক না কেনো, দলের নেতাকর্মীরা ঘর থেকে বেরিয়ে আসতো। এখনতো তারা ঘরবন্দি। কোন কর্মসূচি না থাকায় দলের তৃণমূল পর্যায়েও হতাশা বিরাজ করছে। অনেকে দল ছেড়ে দিচ্ছেন। কেউ কেউ আবার রাজনীতিই ছেড়ে দেয়ার চিন্তাভাবনা করছেন। এটা দলের জন্য কোন সুখকর কিংবা শুভ লক্ষণ নয়।’ বিএনপি অংশ না নিলে কি উপজেলা নির্বাচন বন্ধ হয়ে যাবে! মোটেও না। এ জিনিসটা কেন্দ্রীয় মোটা মাথাওয়ালা নেতারা যে একেবারেই বুঝেন না, তা কিন্তু নয়। এ মুহূর্তে বিএনপির সেই নেতার কথাটাই নতুন করে বলতে হয়, “কুত্তায় লেজ নাড়ায় নাকি লেজ কুত্তা নাড়ায়”!
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯