
ডান্ডিবার্তা রিপোর্ট
জমে উঠেছে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার পাড়া-মহল্লার অলি-গলিতে চোষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা। গণসংযোগ থেকে শুরু করে উঠান বৈঠকসহ নানা প্রচার-পরচারণায় কেউ কারো থেকে কোনো অংশে পিছিয়ে নেই। রাজনীতির মাঠে কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না পদপ্রার্থীরা। যার যার অবস্থান থেকে কর্মী সমর্থকদের নিয়ে নানা আশ্বাস এবং ভরসা দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের এই আমেজ উপজেলার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকান পর্যন্ত সব জায়গায় হট টপিক এখন আসন্ন উপজেলা নির্বাচন। জনমনে এখন একটাই প্রশ্ন, কে হতে যাচ্ছে সোনারগাঁ উপজেলা পরিষদের আগামী চেয়ারম্যান? ক্লিন ইমেজ ও জনবান্ধব একজনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখার দাবি জানিয়েছে সোনারগাঁবাসী। এমন একজন চেয়ারম্যান হিসেবে চান, যিনি সুখ-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন ও নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করবেন। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার আশা দেখছেন স্থানীয়রা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে যে, সোনারগাঁ আসনের এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত যাকে সমর্থন করবেন তিনিই উপজেলা নির্বাচনে মনোনিত হবেন। একাধিক নেতাকর্মীরা জানায়, এই আসনের সংসদ সদস্য যাকে সমর্থন করবেন তার পক্ষেই নেতাকর্মীরা একজোট হয়ে কাজ করবে। উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সকলেই সংসদ সদস্য আবদুল্লাহ-আল-কায়সারে সমর্থক। তবে সংসদ সদস্য কাকে সমর্থন দিবেন সেই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সমীকরণ অনুযায়ী, সোনারগাঁ উপজেলা নির্বাচনে সম্ভাব্য ৫ জন চেয়ারম্যান প্রার্থীর নাম বেশ জনপ্রীয়। তারা হলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান ভাইস চেয়াম্যান বাবুল ওমর বাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। প্রত্যেকেই সোনারগাঁ আওয়ামী লীগের প্রিয় মুখ ও এমপি কায়সারের সমর্থক। নিজ নিজ অবস্থান থেকে পদপ্রার্থীরা নানা হিসেব মিলিয়ে শক্ত অবস্থান রেখেছে নির্বাচনের মাঠে। অপেক্ষার প্রহর শেষে এমপির সমর্থনের ঘোষনার পর সচ্ছ হবে পানি। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের আর বেশ দিন বাকি নেই। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে ১ মে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯