আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪৪

রশীদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন সুফিয়ান

ডান্ডিবার্তা | ২২ এপ্রিল, ২০২৪ | ১০:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। গতকাল রোববার বিকেলে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান তিনি। আবু সুফিয়ানের সরে দাঁড়ানোকে বন্দরের ভোটাররা ভিন্ন চোখে দেখছে। অনেকে এমএ রশিদকে সমর্থন দিয়ে আবু সুফিয়ানের নির্বাচন থেকে সরে দাাঁড়ানোর পিছনে সাংসদ সেলিম ওসমানের হাত রয়েছে বলে মনে করছেন। সুফিয়ানের সরে দাঁড়ানো নিয়ে বন্দরের সর্বত্র বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছেন। এ সময় আবু সুফিয়ান বলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। বিএনপি ঘোমটা দিয়ে নির্বাচনে এসেছে। আতাউর রহমান মুকুল তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আঁচড় দেওয়ার জন্য ঘাপটি মেরে বসে আছে। রশিদ ভাই নির্বাচিত হলে এদেশের মু্ক্িতযোদ্ধারা নির্বাচিত হবে স্বাধীনতা স্বপক্ষের শক্তি মূল্যায়ন হবে। বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব এম. এ সালাম, মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর মৃধা, আব্দুল্লাহ বাবু, যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, শ্রী ভোলা নাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক ইব্রাহীম কাশেম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, কাজী আনিছ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, সাধারণ সম্পদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা