
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ৮ মে অনুষ্ঠিত হবে বন্দর উপজেলা পরিষদের নির্বাচন। এতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে অন্যতম হলেন পদত্যাগ নেওয়া মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হোসেন। চেয়ারম্যান পদের জন্য বাবা-ছেলে লড়াই করছেন। বয়স ও অভিজ্ঞতার দিক দিয়ে বাবা মাকসুদ এগিয়ে থাকলেও সম্পদের দিক দিয়ে ছেলে মাহমুদুল এগিয়ে। ছেলের কাছে নগদ অর্থ আছে ১ কোটি ১ লাখ ৮০ হাজার ১৭ টাকা, বাবার কাছে আছে ৯৪ লাখ ১৬ হাজার ৪৫০ টাকা। নির্বাচন কমিশনে উপজেলা নির্বাচন পরিষদের প্রার্থীদের জমাকৃত হলফনামা থেকে এ তথ্য জানা যায়। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে জানা যায়, মাকসুদ হোসেনের ব্যবসা থেকে বাৎসরিক আয় ১০ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৫ লাখ ২ হাজার ৩১২ টাকা। যাতায়াতের জন্য রয়েছে তার একটি প্রাইভেট করা রয়েছে যার মূল্য ১৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা। বিবাহের উপহার হিসেবে ২০ ভরি স্বর্ণ রয়েছে যার আনুসারিক মূল্য ১ লাখ টাকা। এছাড়া ৫০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে। স্থাবর সমপইত্ত হিসেবে রয়েছে ১২ শতাংশ অকৃষি জমি ও ২য় তলা বাড়ি। এছাড়া এই প্রার্থীর এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংখ অব বাংলাদেশের নিকট ঋণ রয়েছে ৯০ লাখ ৬৫ হাজার ৯০ টাকা। এদিকে, ছেলে মাহমুদুলের ব্যবসা থেকে বাৎসরিক আয় ১৬ লাখ ৭৫ হাজার ৭৫২ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২০ হাজার ২৮৪ টাকা। বিভিন্ন সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা। এ প্রার্থীর ২ টি প্রাইভেট কার রয়েছে যার মূল্য ৬২ লাখ ৫০ হাজার টাকা। সেই সাথে রয়েছে ৩০ ভরি স্বর্ণ। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৮.১৯ শতাংশ অকৃষিজ জমি। তবে এ প্রার্থীর সিটি ব্যাংকের নিকট ঋণ ৪০ লাখ টাকা ও ব্যাংক এশিয়ার নিকট ঋণ ৮ লাখ ৮৪ হাজার ৬৯৫ টাকা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯