আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১০

বন্দরে নিজ শর্টগানের গুলিতে আনসার সদস্যের মৃত্যু

ডান্ডিবার্তা | ২৩ এপ্রিল, ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে নিজ শর্টগানের গুলিতে আতœহত্যা করেছে আফজাল(২৫) নামে এক আনসার সদস্য। গতকাল সোমবার বিকেলে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের গার্ড রুমে এ ঘটনাটি ঘটে। নিহত আফজাল চট্রগ্রাম জেলার মীরেসশরাই থানাধীন গজারিয়া গ্রামের মৃত অহিদুর রহৃানের ছেলে। আত্মহত্যার জন্য নিজে দায়ী বলে দেয়ালে কলম দিয়ে লিখে যান তিনি। এ ঘটনায় জেলা আনসার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান জানান, বিকেল ৪ টার পর অফিসে বসা অবস্থায় বিকট শব্দ পেয়ে তারা ভবনের দিকে ছুটে যান সেখানে গিয়ে গার্ড রুমে আনসার সদস্য আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান সে তার কর্তব্য পালনকালে নিজ শর্টগানের গুলিবিদ্ধ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফ হোসেন জানান, নিহত আফজাল সোনারগা থেকে বদলী হয়ে বন্দরে আজকে প্রথম ডিউটি করছিলেন। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের গার্ড রুমে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। এ ঘটনার পুলিশ তার ব্যবহৃত শর্টগান ও গুলির খোসা জব্দ করেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ইউএনও জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা