আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪১

সব ভালোর সঙ্গে থাকতে চাই: লিপি ওসমান

ডান্ডিবার্তা | ২৩ এপ্রিল, ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বলেছেন, আমি মনে করি আমিও আপনাদের মতো একজন মানুষ। আমি ভালো কাজের সাথে থাকতে চাই। আমাদের দেশে যাতে ভালো কাজ হয়; আমি সুযোগ পেলে ভালো সবকিছুর সাথে থাকতে চাই। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অলাভজনক প্রতিষ্ঠান ভালো’র বালাদেশের ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সালমা ওসমান লিপি আরও বলেন, আমি হয়ত সফল হতে পারিনি। কিন্তু আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি মানুষের পাশে থাকতে চেষ্টা করি। আমার ছোট একটা টিম আছে। শুধু নারায়ণগঞ্জ নয় সারা দেশেই কোথাও বিপদ দেখা দিলে কাজ করার চেষ্টা করি। গাজায় তারা ইফতার দিতে সফল হয়েছে। আমরা জানি সেখানে খাদ্যের অভাবে মানুষ মারা গেছে, অনেকে ঘাস খেয়ে ইফতার করেছে। আমি এটা জানার পরে ওদের সাথে যুক্ত হতে চেয়েছি। এই ইবাদতের কারণে আল্লাহ গুনাহ মাফ করতে পারে এটা ভেবে আমাদের ঝাঁপিয়ে পড়া দরকার। তিনি বলেন, যাদের মানবতা আছে মনুষ্যত্ব আছে, তাদের সবাই গাজার পাশে দাঁড়াবে। আর কিছু না পারলে অন্তত মোনাজাতে তাদের জন্য দোয়া করতে পারবো আল্লাহর কাছে। এগুলো নেওয়া যায় না এতটাই মর্মান্তিক। ভালো তাদের পাশে দাঁড়িয়েছে। তাই তারা এখন আল্লাহর হেফাজতে আছে। তিনি আরও বলেন, অনেকে আমেরিকা থেকে বলে দেশের নানান সমস্যা এখানেই স্যাটেল হবো। আরেক দল সেখানে কাজ করলেও দেশের জন্য তাদের মন পড়ে আছে। তাদের মধ্যে অনেকেই ভালোর সাথে আছেন। আমরা তাদের স্যালুট জানাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা