আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৯

সুবিধা বঞ্চিত মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহবান শামীম ওসমানের নিউইয়র্কের “ভালো” এখন না’গঞ্জে

ডান্ডিবার্তা | ২৩ এপ্রিল, ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান মানবতার সেবায় ধর্মবর্ন নির্বিশেষে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেছেন, মানবিক সংগঠন “ভাল” (ইঐঅখঙ)’র মাধ্যমে বাংলাদেশের কিছু মানুষ একত্রিত হয়ে আমেরিকার মত বিত্তশালী দেশে করোনাকালে সেই দেশের অসহায় মানুষের সেবায় বাংলাদেশ তথা নারায়ণগঞ্জের মুখ উজ্জল করেছে। শুধু আমেরিকার নিউইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশেই দাঁড়ায়নি “ভাল” সংগঠনের সদস্যরা বাংলাদেশে করোনাকালীন সময়েও কাজ করেছেন। পাশাপাািশ ভাল’র সদস্যরা সম্প্রতি রমজানের সময় রোজাদারদের ইফতার এমনকি মরক্কোর অসহায় মানুষের মধ্যে খাদ্য প্রদানসহ যুদ্ধ বিদ্ধস্ত গাজায় অহসায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে মূলত: এই সংগঠনের সদস্যরা মহান শ্রষ্টার সান্নিধ্য লাভ করেছে। দুস্তদের মানবতার সেবা করাই ইসলামসহ সকল ধর্মই পছন্দ করে। শামীম ওসমান এমপি আরো বলেন, খাদ্য ও চিকিৎসার কষ্ট যে কী ভয়বহ তা আমি মর্মে মর্মে অনুভব করেছি। ভাল সংগঠনের এ কর্মকান্ড শুধু দুনিয়াবির জন্য নয়, আখেরাতেও কাজে দিবে। গতকাল সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডাইলপট্টি এলাকায় ভাল সেন্ট্রাল নামে নব নির্মিত ভবনের উদ্বোধীনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা রুবাবা তাবাসসুম সংগঠনের আদর্শ উদ্যেশ্য তুলে ধরেন। ভাল’র পক্ষ থেকে শুধু নিউইয়র্ক কিংবা অন্যদেশের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নারায়ণগঞ্জে ভালো সেন্ট্রাল ভবনে সুবিধা বঞ্চিত মানুষের জন্য নিয়মিত খাবার সরবরাহ ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য এসনকি আধুনিক স্যানিটেশনের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে বিশিষ্ট ক্রিকেটার মাশরাফ বিন মতুর্জা এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় ভিডিও বার্তায় দু:খ প্রকাশ করে ভাল’র সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বিসিবির পরিচালক এবং ভাল’র এম্বেসেডর তারভীর আহাম্মেদ টিটুর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যাস সালমা ওসমান লিপি, আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভাল’র পরিচালক ডা. শামীম আহাম্মদ, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক অয়ন ওসমান এবং ভাল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার রহমান। সুবিধা বঞ্চিত মানুষের জন্য গঠিত ভাল সংগঠনটি ২০২০ সালে করোনাকালীন সময়ে আমেরিকার নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যেই আমেরিকায় সংগঠনটি মানব সেবায় সুনাম অর্জন করেছেন। নিজের পৈত্রিক জমির উপর শাহরিয়ার রহমান শহরের ডাইলপট্টি এলাকায় ভাল সেন্টাল প্রতিষ্ঠা করেন। এ সেন্টাল থেকে আগামীতে বিনা মূল্যে অসহায় কিডনি রোগীদের ডায়য়ালসিস সেবা প্রদান করা হবে বলে মন্তব্য করে বলেন, আমি সুনামের জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই মিলে সুবিধা বঞ্চিতদের পাশে কাজ করছি। অনুষ্ঠানে শামীম ওসমান আরো বলেন, আমি যখন তোলারাম কলেজের ভিপি ছিলাম। প্রচুর পাওয়ারফুল ছিলাম। এখনকার দশটা এমপির চেয়েও পাওয়ার বেশি ছিল আমার। তবুও নয়শ টাকার জন্য ফরম পূরণ করতে পারিনি। আমার বড় ভাই একজনের বাড়িতে গিয়েছিলেন নয়শ টাকার জন্য, নাম বলছি না। তারা সেদিন বলেছিল বন্ধক রাখার মতো কিছু কী আছে। তখন জীবন কানাই চক্রবর্তী স্যার আমার ফরম পূরণ করে দিয়েছিলেন। আমার সইয়ে হাজারও ছেলের ফরম পূরণ হয়েছে, কিন্তু আমি আমারটা করিনি। এটাই ছিল নৈতিকতা। এখনো নৈতিকতা নিয়ে রাজনীতি করতে চাই। এখন চারদিকে এত খাই খাই, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে। তিনি বলেন, আমরা মনে করি আমরা যাদের দান করছি মনে হয় বিশাল ভালো কাজ করছি। এটা ভালো কাজ ঠিকই তবে তারচেয়ে বড় হলো যে সুযোগ দিচ্ছে। তৃষ্ণার্তকে পানি পান করালেন, যে তৃষ্ণার্ত আপনার পানি পান করল সেটা বড় বিষয়। সে যে দোয়া করবে সেটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। দান করে দোয়া চাইতে হয় না। যাকে দান করবেন সে যখন ভাববে তার উপকার হয়েছে তখন এটার গুরুত্ব বেশি। তিনি আরও বলেন, পৃথিবীতে চারিদিকে যুদ্ধ। বড় দেশগুলো যদি বলে আগামী দুই বছর আমরা কোনো অস্ত্র বানাবো না। যদি তিন বছরের জন্য ওরা বলত আমরা অস্ত্র তৈরি করবো না তাহলে পৃথিবীর একটা মানুষকেও না খেয়ে থাকতে হবে না। আশা করি পৃথিবীর বড় বড় নেতাদের এ সেন্সটা হবে। পৃথিবীর মানুষগুলো ভালো থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা