
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে উপজেলা নির্বাচনে বন্দর উপজেলায় ইতিমধ্যে প্রতীক বরাদ্ধ শেষে প্রার্থীরা প্রচারের নেমে গেছে। বাকি ৩ উপজেলার মনোনয়ন যাচাই বাছাই শেষে ৩৪জনের মনোনয়ন বৈধ হয়েছে এবং ৬জনের বাতিল হয়েছে। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোনারগাঁ উপজেলা থেকে তিন পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার যাচাই-বাছাই পর্ব শেষে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে, রূপগঞ্জ উপজেলা থেকে তিন পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন আবু হোসেন ভূঞা(রানু), গাজী গোলাম মূর্তজা, মো. তাবিবুল কাদির তমাল ও মো. হাবিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। তারা হলেন মো. মিজানুর রহমান, মো. হাবিবুর রহমান(হারেজ), মোহাম্মদ স্বপন ভূঁইয়া ও রাসেল আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন। তারা হলেন তানিয়া সুলতানা, ফেরদৌসী আক্তার ও সৈয়দা ফেরদৌসী আলম নীলা। সোনারগাঁ উপজেলা থেকে তিন পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন বাবুল হোসেন, মাহফুজুর রহমান কালাম ও মোহাম্মদ আলী হায়দার। ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। তারা হলেন আবুল ফয়েজ শিপন, এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মাছুম চৌধুরী ও মো. আজিজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ২ জন। তারা হলেন ফরিদা পারভীন ও মাহমুদা আক্তার। আড়াইহাজার উপজেলা থেকে তিন পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। আড়াইহাজার উপজেলা নির্বাচনে মোট ১৪জন প্রার্থীর মনোনয়ন বৈধ। এর মধ্যে চেয়ারম্যান পদে বৈধ মনোনীত ৯ জন প্রার্থী হলেন কাজী সুজন ইকবাল, মাহবুবের রহমান রোমান, মুজাহিদুর রহমান হেলো সরকার, মো. আজাদ খান, মো. আজীজুর রহমান মোল্লা, মো. খোরশীদ আলম, মো. জায়েদুল হক মোল্যা, মো. শাহজালাল মিয়া ও মোহাম্মদ সাইফুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত ৪ জন প্রার্থী হলেন মো. মনিরুজ্জামান মোল্লা, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা ও মোহাম্মদ সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত ১জন প্রার্থী হলেন শাহিদা মোশারফ। উল্লেখ্য, আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯