আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১২

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ডান্ডিবার্তা | ২৫ এপ্রিল, ২০২৪ | ১১:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী দ্বারা হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি থাকা মো: সিফাত (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে ধানমন্ডি পপুলার হাসসাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। নিহত মাদ্রাসা শিক্ষার্থী (নাসিক) ১নং ওয়ার্ডস্থ পাইনাদী নতুন মহল্লা এলাকার মো: জুম্মন মিয়ার ছেলে। এর আগে গত সোমবার ভিকটিমের মামা শেখ মো: আল-ইমাম নিজে বাদী হয়ে ২জন অজ্ঞাত ছিনতাইকারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, গত ১৯ এপ্রিল বিকেলে তার ভাগিনা ভিকটিম সিফাতের মাদ্রাসা বন্ধ থাকার সুবাদে তার বন্ধু সাগর শেখ (১৯) কে নিয়ে ঘুরতে বের হন। ঘুরাফেরা শেষে রাত ৮ টা ৪৫ মিনিটের সময়ে তারা উভয়য়ে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে আসামাত্র ২ জন অজ্ঞাজনামা ছিনতাইকারী পথ রোধ করে। এরপর তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই তাৎক্ষণিক ভিকটিমের সঙ্গে থাকা বন্ধু কৌশলে ছিনতাইকারীেদের হাত থেকে পালিয়ে যান। এমত অবস্থায় ভিকটিমকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্ত জখম করে ওই ঘাতকরা। মারধরের একপর্যায়ে সিফাতের সঙ্গে থাকা নগদ দুই হাজার টকা ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রæতই স্থান ত্যাগ করে তারা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভিকটিম সিফাতের মামা আল-ইমাম বলেছেন, গত মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাগিনার মৃত্যু হয়েছে। গেলো গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটলে তারা আহত অবস্থায় সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ঢাকা মেডিকেলে আইসিইউর ব্যবস্থা না থাকায় ধানমন্ডি ভর্তি করান। পুলিশের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়েছিল। আমরা লাশ নিয়ে দৌড়াদৌড়িতে থাকায় যোগাযোগ হয়নি। আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি জানতে যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানিয়েছেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অতি শীঘ্রই এদের ধরা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা