জেলে বসেই নূর হোসেন সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে!

ডান্ডিবার্তা | এপ্রিল ২৭, ২০২৪, ১২:৫৮ | Comments Off on জেলে বসেই নূর হোসেন সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে!

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার মৃত্যুদÐপ্রাপ্ত এক নম্বর আসামি নূর হোসেন এখন কারাগারে আছেন। কিন্তু তার সাম্রাজ্য আছে বহাল তবিয়তে। কারাগারে থেকেই তার হাতে গড়া অবৈধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন তিনি। নূর হোসেনের ভাই-ভাতিজাসহ তার সন্ত্রাসী বাহিনী প্রতিদিন সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি, দখল ও মাদক ব্যবসা চালাচ্ছেন। খুনের সঙ্গেও যুক্ত হয়েছেন কেউ কেউ। নতুন করে এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা ঘুরে এ চিত্র দেখতে পাওয়া গেছে। কাউন্সিলর নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ আলোচিত সাত খুনের মামলায় নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদÐ ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেয় আদালত। এলাকাবাসীর ভাষ্য, সাত খুনের আগে নূর হোসেন সিদ্ধিরগঞ্জে জমি দখল, চিটাগাং রোড ও শিমরাইল ট্রাকস্ট্যান্ড থেকে চাঁদাবাজি, শীতলক্ষ্যা থেকে বালু উত্তোলন, নদীতীর দখল, মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন এলাকায় অপরাধ জগতের গডফাদার। সিদ্ধিরগঞ্জের অপরাধের নিয়ন্ত্রক নূর হোসেন। এখনো গডফাদার রূপে জেলখানায় থেকে সাম্রাজ্য চালানোর সার্বিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তার নির্দেশনা বাস্তবায়ন করছেন তার বাহিনী। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতি মাসে তার বাহিনীর কাছ থেকে নির্ধারিত হারে টাকা নিচ্ছে। এ কারণে অনেকটা বেপরোয়া নূর হোসেনের সন্ত্রাসী বাহিনী। যা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। একই সঙ্গে নিহতের স্বজনরা রয়েছেন আতঙ্কে। বতর্মানে মৃত্যুদÐপ্রাপ্ত নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদÐ রায় দ্রæত বাস্তবায়ন ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১০ বছর আজ। ২০১৪ সালের ২৭ এপ্রিল সাবেক কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জন অপহরণ ও পরে তাদের হত্যা করা হয়। এ ঘটনার মূল আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন ফাঁসির দÐ নিয়ে কারাগারে থাকলেও তার স্বজনরা আজ প্রতিষ্ঠিত। নূর হোসেনের সাম্রাজ্য বর্তমানে তাদের দখলে। শুধু নূর হোসেনের স্বজনরা নয়, তার সহযোগীরাও নানা অপকর্ম করে বেড়াচ্ছে। অন্যদিকে নিহত সাত জনের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এদের একদিকে আর্থিক কষ্টে মানবেতর জীবনযাপন অন্যদিকে কখন খুনির লোকজন আক্রমণ করেÍএই ভয়ে স্বজনহারা পরিবারগুলোর দিন আতঙ্কে কাটছে। তাদের ভয়ে সাংবাদিকদের সঙ্গেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নিহতের স্বজনরা। আলোচিত সাত খুনের মূল হত্যাকাÐের শিকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম। নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি তার বাবার দেওয়া বাড়িতে বসবাস করেন। গতকাল শুক্রবার তার বাসায় গেলে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। রায় প্রকাশের পরও একদিনেও রায় কার্যকর না হওয়ায় হতাশার কথা জানিয়ে সেলিনা ইসলাম বলেন, স্বামী নেই। আজ বাবাও নেই। এ বাড়িতেই ছেলেমেয়ে নিয়ে চরম আতঙ্কে বসবাস করছি। রায়ের বিষয়ে তিনি বলেন, এটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। এ নিয়ে আমার আর কিছুই বলার নেই। এলাকাবাসী জানায়, সাত খুনের মূল নূর হোসেন ফাঁসির দÐ নিয়ে কারাগারে থাকলেও তার ভাই ও ভাতিজাসহ ক্যাডার বাহিনী শিমরাইল মোড়ে ট্রাকচালক ইউনিয়নের সভাপতি হয়ে পুরু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। শিমরাইল মোড় এখন নূর হোসেনের দখলেই আছে। এছাড়াও মামলার এজাহার নামীয় আসামিরা এ এলাকার প্রভাবশালী হওয়ায় নিহতের স্বজনরা আতঙ্কে রয়েছে। আরেক নিহত মনিরুজ্জামান স্বপনের স্ত্রী মোরশেদা আক্তারও তার মেয়ে নিয়ে আতঙ্কে রয়েছেন। তিনি এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি। নিহত মনিরুজ্জামানের ছোট ভাই নাসিক কাউন্সিলর মিজানুর রহমান রিপন বলেন, ১৭ কোটি মানুষের আশারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। এদিকে নিহত নজরুলের সহযোগী নিহত তাজুল ইসলামের পরিবার, বন্ধু লিটনের পরিবার, চালক জাহাঙ্গীরের পরিবারও আর্থিক কষ্টে মানবেতর জীবন যাপন করছে বলে তারা জানিয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা ও নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নজরুলসহ ছয় জন ও ১ মে আরেক জনের লাশ শীতলক্ষ্যা নদীর শান্তিরচর থেকে উদ্ধার করে পুলিশ। সাত খুনে নিহতরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটন ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১-এর চাকরিচ্যুত অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদÐ এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। নি¤œ আদালতের পর উচ্চ আদালত ২০১৮ সালে ২২ আগস্ট ১৫ জনের মৃত্যুদÐের আদেশ বহাল রেখে বাকি ১১জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। সাড়ে চার বছর ধরে মামলাটি আপিল বিভাগে থাকায় নিহতদের আত্মীয়স্বজনরা হতাশা প্রকাশ করেছেন। নিহতদের পরিবারসহ নারায়ণগঞ্জবাসী সাত খুন মামলার রায় দ্রæত কার্যকর করার দাবি জানিয়েছেন। সাত খুন মামলার রায়ের সর্বশেষ অবস্থা বিষয়ে আদালত সূত্র জানায়, হাইকোর্টে রায় নিষ্পত্তি হয়েছে। এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪