
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে ‘নারায়ণগঞ্জের গডফাদারের সহযোগী’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্ক নিয়ে হেফাজত নেতাদের ‘অশালীন ও আগ্রাসী বক্তব্যের’ প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আউয়াল ও ফেরদৌস নারায়ণগঞ্জের গড়ফাদারের সহযোগী। তারা বিভিন্ন সময় তার কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়ে থাকে। তারা বিভিন্ন অপকর্মে তার সহযোগী লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে।’ রাব্বি বলেন, ‘তারা ফু দিয়ে সমস্ত কিছু উড়িয়ে দিবে। এ সমস্ত বলে লাভ নাই। আপনাদের আচরণ আমরা বুঝি। মেয়র আইভী যখন বলেছে, ডিআইটির দোকান অবৈধ দখল রাখতে দিবো না, তখনই তাদের অর্থনীতিতে খেদ পড়েছে এবং তাদের মাথা গরম হয়ে গেছে। এই আউয়ালদের বিরুদ্ধে বহু হাজী অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন। এই হলো তাদের চরিত্র। বেশি বাড়াবাড়ি করবেন না। চারুকলা ইনস্টিটিউট তার নিজস্ব গতিতে, নিজস্ব ফর্মে চলে। সেটি তার মতোই চলবে। ফু দিয়ে উড়িয়ে দিবেন, ফেরদৌস আপনার বুকে এত দম নাই। আপনাকে আবার জন্মাতে হবে।’ চারুকলা ইনস্টিটিউটের আশেপাশে পূর্বে যখন মাদকের আখড়া ছিল তখন কেউ কোন শব্দ করেননি, উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিন্তু মানুষের দাবিতে যখন সেখানে পার্ক হলো, নারায়ণগঞ্জবাসীর স্বস্তির একটি জায়গা হলো তখন এই তথাকথিত মাওলানাদের ঘুম হারাম হয়ে গেল। তারা পার্কে যারা যায় তাদের পতিতা বলে। অর্থ্যাৎ তাদের নৈতিক চরিত্রের স্বচ্ছতা নেই।’ রফিউর রাব্বি বলেন, ‘সারাদেশে অহরত বিভিন্ন ঘটনা ঘটছে। মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনা ঘটছে, যে মাওলানারা তা করছে তাদের নামও সংবাদমাধ্যমে প্রকাশ হচ্ছে। এসব ঘটনায় মাওলানা নামধারী ফেরদৌস, আউয়ালদের প্রতিবাদ করতে দেখা যায় না। মাদ্রাসায় ধর্ষণের পর নুসরাতকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হলো। সেই ঘটনায়ও তারা প্রতিবাদে নেই। কারণ তারা এই অপকর্মের সাথে জড়িত। তাদের সহকারীরা সারাদেশে এসব অপকর্ম করে বেড়ায়। আবার এরা ধর্ম রক্ষার কথা বলে। এরা কারা এদের চরিত্র জেনে রাখা দরকার। এরা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদী’র অনুসারি। তারা বিভিন্ন সময় হিংস্র হয়। জোর করে মানুষ হত্যা করে তারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে চায়।’ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের দায়িত্ব এসব জঙ্গিদের পাহাড়া দেয়া নয়। তারা এত দৃষ্টতা দেখানোর সাহস কোথায় পায়? নিরপেক্ষতার নামে প্রশাসনের নীরবতাকে আমরা ধিক্কার জানাই। শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার দিকে এগিয়ে যাবেন না।’ নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, ‘রাসেল পার্ক জাতির জনকের ছোটপুত্রের নামে করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘৃনিত কুচক্রি মহল, যারা হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত, অপকর্মের সাথে জড়িত তারা সেই রাসেল পার্ক নিয়ে কথা বলার সুযোগ পায় আর প্রশাসন নিরব ভ‚মিকা পালন করে।’ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, খেলাঘর আসরের সভাপতি জাহিরুল ইসলাম, রথীন চক্রবর্তী, সমমনার সভাপতি দুলাল সাহা প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯