প্রতিপক্ষ প্রার্থীদের কোনঠাসা করার ষড়যন্ত্র!

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:১৬ | Comments Off on প্রতিপক্ষ প্রার্থীদের কোনঠাসা করার ষড়যন্ত্র!

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এবারেও সবচেয়ে সমালোচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের বর্তমান চেয়ারম্যান এম এ রশিদ। যদিও তার বিরুদ্ধে নির্বাচনী মাঠে রয়েছেন আরও ২ প্রার্থী। তাদের দু’জনই হেভিওয়েট প্রার্থী এর মধ্যে একজনকে ইতিমধ্যেই শোকজ করেছে নির্বাচন কমিশন। যিনি মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টি নেতা মাকসুদ হোসেন। আর বাকি একজন তথা বিএনপির বহিষ্কৃত নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেষতক মাঠে থাকতে পারবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কেননা তাকে নিয়ে নিয়ে চলছে ষড়যন্ত্র। একটি কথা সর্বত্র চাউর হচ্ছে প্রার্থী আতাউর রহমান মুকুলকে মামলা দিয়ে গ্রেফতার করিয়ে ফায়দা লুটে নেয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে মাকসুদ হোসেনকে তার কথিত স্ত্রী দিয়ে মামলা করিয়ে গ্রেফতারী পরোয়ানাও বের করে ফেলেন। কিন্তু মাকসুদ তা বুঝতে পেরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হন। আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে এবার নির্বাচন করছেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ (দোয়াত-কলম), সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ), মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেন (আনারস) এবং তার ছেলে মাহমুদুল হাসান শুভ (হেলিকপ্টার)। জানা যায়, চলতি মাসের ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থীকে বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ। পরে ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে আশ্চর্য্যজনকভাবে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। গত ২৩ এপ্রিল চেয়ারম্যান পদে ৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণাও শুরু করেন তারা। নানা প্রতিশ্রæতিতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এরইমধ্যে আবার গতকাল ২৭ এপ্রিল দুপুরে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টি নেতা ও চেয়াম্যান পদপ্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আনন্দ। শোকজ নোটিশে প্রার্থী মাকসুদ হোসেনকে বলা হয়, আপনি আপনার নির্বাচনী এলাকার অলিগলিতে শত শত পোস্টার অবৈধভাবে বিভিন্ন দেয়ালে সাঁটিয়েছেন। এছাড়াও অনুমতি ব্যতিত অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা আচরণবিধি লঙ্ঘন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে দলীয় প্রতীক না পেলেও বর্তমান চেয়ারম্যান এম এ রশীদ দলীয় সমর্থন পাচ্ছেন। কারণ এরইমধ্যে তার বিপরীতে দলেরই আরেক প্রার্থী আবু সুফিয়ান দলীয় সমঝোতায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গত ১৯ এপ্রিল মদনপুরের এক রিসোর্টে আওয়ামী লীগ নেতাদের বৈঠকে স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় আবু সুফিয়ান নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে রশীদের পক্ষে কাজ করার কথা জানান। পরবর্তীতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারও করে নেন। এদিকে, স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সরাসরি সমর্থন পাচ্ছেন এম এ রশীদ। সেলিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেও তিনি এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রশীদকে সমর্থন দিচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে একাধিক অনুষ্ঠানে রশীদকে সমর্থন করে তিনি বক্তব্যও দিয়েছেন। এমনকি গতবারের উপজেলা নির্বাচনেও সেলিম ওসমান আওয়ামী লীগের রশীদের পক্ষে ছিলেন। সেবারও বিনা প্রতিদ›দ্বীতায় বন্দর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন এম এ রশিদ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে, এটাও বলতে চাই- প্রতিদ্ব›দ্বী প্রার্থীরাও সক্রিয় আছেন। তারা তাদের মতো করে কাজ করছেন। তাদেরকে আমি শক্ত প্রতিদ্ব›দ্বী হিসেবেই নিচ্ছি। তিনি আরও বলেন, জয়ের ব্যাপারে আমার আত্মবিশ্বাস সবার উপরে। কারণ ৫২-৫৩ বছর ধরে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি সবসময়ই মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। জণগনের প্রতি আমার আস্থা আছে, জণগন আমাকে ভালোবাসে। অপরদিকে, এম এ রশিদের বিপরীতে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল। গত নির্বাচনে রশীদকে ছাড় দিলেও এবার বেশ শক্তভাবেই মাঠে নেমেছেন এই উপজেলার পরপর দুইবারের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। শোনা যাচ্ছে, মাঠ পর্যায়েও বেশ সমর্থন রয়েছে তার। বিএনপি বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলের হয়ে কাজ করতে এরইমধ্যে মাঠে নামতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। সবকিছু মিলিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা আতউর রহমান মুকুলকে হেভিওয়েট প্রার্থী হিসেবেই দেখছেন রাজনৈতিক বোদ্ধারা। তাদের মতে, আতাউর রহমান মুকুল এর আগেও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এই উপজেলায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও এবার বিএনপির উপজেলা নির্বাচনকে বর্জন করেছে। তার উপর মুকুল বিএনপির বহিষ্কৃত হওয়ায় চেয়ারম্যান নির্বাচনে তার তেমন বাধা নেই। যদিও বন্দরের বিএনপি নেতারা যেনো তার পক্ষে কোন ধরণের কাজ না করেন সেই আহŸান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তবে, মুকুলকে দমানোর জন্য বড় ধরণের চাপ আসতে পারে এমন কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪