
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রচন্ড গরমে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে রাত ৮টার পর সব মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও মানছে না নারায়ণগঞ্জের অধিকাংশ মার্কেট মালিকরা। তারা ডিপিডিসির নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দোকান-পাট ও মার্কেট খোলা রাখছেন। দেখার যেন কেউ নাই। অভিযোগ রয়েছে, মার্কেটগুলো সাপ্তাহিক বন্ধও রাখেনা। পুরো সপ্তাহজুড়ে মাকের্ট খোলা রাখছে। এ নিয়ে দোকানের কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও তারা নিরুপায়। বাধ্য হয়ে তাদের পুরো সপ্তাহ কাজ করতে হয়। সরেজমিনে গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় চাষাড়া বঙ্গবন্ধু সড়কের লুৎফা টাওয়ার, প্যানোরমা প্লাজা, সায়েম প্লাজা, হাসান প্লাজাসহ বিভিন্ন মার্কেট খোলা দেখা গেছে। দিব্বি মার্কেটের দোকান খোলা রেখে ব্যবসায়িরা পণ্য সামগ্রী বিক্রি করছেন। শুধু চাষাড়া এলাকায় নয়, পুরো শহরজুড়ে বিভিন্ন মার্কেট খোলা দেখা গেছে। তবে কোন কোন মার্কেট ৮টার মধ্যেই বন্ধ করতে দেখা গেছে। যদিও তীব্র গরমে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে রাত ৮টার পর সব মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। গত ২৫ এপ্রিল রাত থেকেই এই নির্দেশনা কার্যকর করেছে। এর আগে গত ২৪ এপ্রিল রাতে শহরের বিভিন্ন সড়কে ডিপিডিসির পক্ষ থেকে মাইকিং করে দোকানিদের সতর্ক করা হয়। কিন্তু অধিকাংশ ব্যবসায়ি তা আমলে নিচ্ছে না। ডিপিডিসি জানায়, সরকারি নিয়ম অনুযায়ী রাত ৮টার পর কোনো মার্কেট-দোকানপাট খোলা রাখা যাবে না। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং সবাই তীব্র গরমে বিদ্যুৎ পাবে। ডিপিডিসি আরও জানায়, সবার কথা চিন্তা করে অবশ্যই রাত ৮টার মধ্যে মার্কেট ও দোকানপাট বন্ধ করতে হবে। রাত ৮টার পর দোকান খোলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে ডিপিডিসির নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস (এনওসিএস) অফিসের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী বলেন, ‘সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় বিদ্যুৎসংকটের আশঙ্কা থাকে। তাই এই সংকট মোকাবিলা করতে ও লোডশেডিং কমাতে রাত ৮টার পর থেকে সব মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, এই নির্দেশনা আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যারা এ নির্দেশনা মানবে না, আমরা তাদের চিঠি দিয়ে সতর্ক করবো। এরপরও সতর্ক না হলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে। এই নির্দেশনা বছরজুড়েই বহাল থাকবে।’ এ বিষয়ে জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. আরিফ দিপু বলেন, গত ‘বৃহস্পতিবার রাতে আমরা নোটিশ পেয়েছি। যেহেতু মার্কেট- দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে, আমাদের সেই নির্দেশনা মানতে হবে। সবাইকে এই নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করছি।’ ওদিকে একাধিক মার্কেটের দোকানের কর্মচারীরা জানান, মালিকরা পারলে ঈদের দিন দোকান খোলা রাখতো। পুরো মাসজুড়ে দোকান খোলা রাখে। সাপ্তাহিক ছুটি পাই না। শুক্রবার ছুটির দিন কিছু কিছু মার্কেট বন্ধ থাকলেও নগরীর অধিকাংশ মার্কেট খোলা রাখা হয়। আমরা চাই প্রতিটি মার্কেট সাপ্তাহিক ছুটির দিন বন্ধ রাখা হোক। তাহলে সাপ্তাহে অন্তত একদিন কর্মচারী তথা সেলসম্যানরা ছুটি পাবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯