আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪০

তাপদাহ আরও দুই দিন

ডান্ডিবার্তা | ৩০ এপ্রিল, ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দেশজুড়ে চলমান তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পরিচালক আজিজুর রহমান বলেন, “এরকম অবস্থাই চলবে। ৪৩ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা, এর বেশিও আসতে পারে। মে মাসের ২-৭ তারিখের ভেতরে তাপমাত্রা প্রশমিত হয়ে আসবে বৃষ্টির ফলে। এসময়ে পুরো বাংলাদেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। ২ মে’র আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।” গতকাল সোমবার সন্ধ্যার বুলেটিনে দেশের ৫৭ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুলেটিনে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহীর উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা ও রাজশাহী বিভাগের বাকি অংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। খুলনা ও রাজশাহী বিভাগের বাকি অংশে এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। টানা দাবদাহের মধ্যে গতকাল সোমবার দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আর ঢাকায় পারদ উঠেছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে ঢাকায় সর্বোচ্চ। এসময় টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে ৪১ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, চাঁদপুর ও রাঙামাটিতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনার মোংলায় ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং কুষ্টিয়ার কুমারখালীতে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। টানা ৩০ দিন ধরে এই পরিস্থতি বিরাজ করছে দেশে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ২ মে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এরপর ঢাকা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত হবে। মে মাসের প্রথম সপ্তাহেই তাপপ্রবাহ প্রশমিত হয়ে আসবে বলে জানান তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা