
ডান্ডিবার্তা রিপোর্ট
তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। মৃদু ও মাঝারি তাপপ্রবাহে গত কয়েকদিন ধরে নগরবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। সেই সাথে সাথে সমান তালে বেড়েছে লোডশেডিংও। এই তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে বিকল্প পথ খুঁজছেন অনেকেই। তাই বাজারে চাহিদা বেড়েছে চার্জার ফ্যান, এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক পাখার মতো সামগ্রীর। বেড়েছে এদের কেনাবেচা। গতকাল সোমবার বিকেল সরেজমিনে নগরীর চাষাঢ়া, ২নং রেল গেইট ও বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে ঘুরে এরকম তথ্য জানা যায়। মার্কেটে আসা ক্রেতারা জানান, ‘তীব্র গরমে ফ্যানের চাহিদা বেড়েছে। এ কারণে বেশি দাম চাইছেন বিক্রেতারা।’ অপরদিকে বিক্রেতাদের দাবি, ‘ন্যায্য দামেই পণ্য বিক্রি করা হচ্ছে। বেশি মূল্য রাখার কোনো সুযোগ নেই।’ সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন আগেও ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে ক্রেতাদের তেমন ভিড় ছিল না। কিন্তু টানা তাপপ্রবাহের কারণে নাজেহাল ক্রেতাদের সমাগম বেড়েছে ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে। তার সাথে তাপ প্রবাহকে পুঁজি করে বেড়েছে চার্জার ফ্যান, এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক পাখার মূল্য। সিঙ্গার প্লাস শো-রুমের ম্যানেজার গোলাম কিবরিয়া জানান, ‘তীব্র তাপদাহে টানা কয়েকদিন যাবত ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের দোকানে ফিক্সড প্রাইজ হওয়ায় কোনো দর কষাকষির কোনো সুযোগ থাকছে না। এখন আমাদের ক্রেতাদের তুলনায় জোগান কমে গিয়েছে। বর্তমানে আমাদের শো-রুমে এয়ারকন্ডিশনানের অর্ডার সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে।’ ২নং রেল গেইট এলাকায় নূর ইলেক্ট্রনিক্সের সত্ত¡াধিকারী মো. নাজিমউদ্দীন জানান, ‘আমাদের দোকানে এখন ক্রেতা সমাগম বেড়েছে। সবচেয়ে বেশী বিক্রি হয়েছে সিলিং ফ্যান ও স্ট্যান্ড ফ্যান। তবে, এখন ডিলারদের নিকট থেকে অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে। যেজন্যে ফ্যানের মূল্য বেড়েছে।’ মার্কেটে আসা ক্রেতা শহীদুল ইসলাম জানান, ‘তীব্র তাপদাহের সাথে বেড়েছে লোডশেডিংও। তাই, মার্কেটে এসেছি চার্জার ফ্যান কিনার জন্য। বাজারে এসে জানতে পারলাম এখন ফ্যানের মূল্য চওড়া। বাচ্চাদের কথা চিন্তা করে বাধ্য হয়ে উচ্চমূল্যেই ফ্যান কিনেছি।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯