আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৪

উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ!

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৪ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদের চেয়ারম্যান পদ প্রার্থীদের পক্ষ না নেয়ার আওয়ামীলীগ থেকে কঠোর নির্দেশনা থাকলেও এমপিদের ছত্রছায়ায় নির্বাচনী মাঠে শেষতক টিকে থাকবেন চেয়ারম্যান প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় প্রথম ধাপের ও দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের উপজেলার নির্বাচনগুলোতে উপজেলার বিশেষ কিছু চেয়ারম্যান প্রার্থীরা সাংসদের নীরব সমর্থনে নির্বাচনী মাঠে গর্জন দেখাবেন। সূত্র বলছে, প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দর উপজেলা পরিষদ নির্বাচন। আর এই উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ একে এম সেলিম ওসমান এবং পাশ্ববর্তী এলাকার সাংসদ শামীম ওসমানের নীরব সমর্থনে দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করছেন এম এ রশিদ। তবে তার সাথে প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন চিংড়ি প্রতীক নিয়ে আতাউর রহমান মুকুল এবং আনারস প্রতীক নিয়ে লড়ছেন মাকসুদ হোসেন। অপরদিকে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগে গতকাল ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় গেলেও চেয়ারম্যান পদে থাকা কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলেও চার প্রার্থীই চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তবে এরমধ্যে স্থানীয় সাংসদ কায়সারের নীরব সমর্থন থাকছে চেয়ারম্যান পদ প্রার্থী বাবুল ওমর বাবুর উপর। তবে তার প্রধান প্রতিদ্ব›িদ্ব হয়ে নির্বাচনী মাঠে থাকবেন মাহফুজুর রহমান কালাম। এছাড়াও প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন রফিকুল ইসলাম নান্নু এবং আলী হায়দার। আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে। যেখানে ছয়জন চেয়াম্যান পদ প্রার্থীর মধ্যে তিনজনই মনোনয়ন প্রত্যাহার করেছেন। যার ফলে শেষতক চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতায় থাকছেন শাহজালাল মিয়া, সাইফুল ইসলাম স্বপন ও কাজী সুজন ইকবাল। তবে এই তিনজন প্রার্থীর মধ্যে সাইফুল ইসলাম স্বপন চেয়ারম্যান পদে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবুর নীরব সমর্থনে ভোটের মাঠে গর্জন দেখাবেন। এদিকে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার সমর্থকরা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। বন্দর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদ বলেন, আমি এরপর আর চেয়ারম্যান নির্বাচন করবো না। এই শেষ বারের মতো আপনাদের সেবা করার সুযোগ চাই। তিনি বলেন, উনি ১০টা বছর চেয়ারম্যান ছিলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মকুল সাহেব যদি বলতে পারে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত উনি রাস্তা করেছেন; তাহলে আমি চেয়ারম্যান নির্বাচন করবো না। কারণ উনি করেন বিএনপি। যারা নাকি বলে, বঙ্গবন্ধুর কোন অবদান নাই এই দেশে। এখন যদি তিনি বলে স্বর্ণ দিয়ে বন্দরকে মুড়িয়ে দিবেন; এটা কি সম্ভব? কোন দিনও না। তিনি আরও বলেন, দশটা বছর বন্দরের চেয়ারম্যানগিরি করে লাভ হয়েছে তার। ভিষন ক্ষতি হয়েছে জনগনের। আপনাদের ন্যায্য পাওনাটা আপনারা পান নাই। এই দশ বছরে আপনারা অনেক এগিয়ে যেতেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেছেন, যার কাছে স্ত্রী নিরাপদ না, সে কিভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জনগণের সেবা করবে। ফেসবুকে দেখলাম, স্ত্রীকে ব্যাপক নির্যাতন করেছে। সন্তান বাধা দিতে আসলে সন্তানকেও পর্যন্ত পিটানো হলো। যার কাছে আপন স্ত্রী, কন্যা সন্তান নিরাপদ না আপনি আমি কতটা নিরাপদ তা জাতির কাছে আমার প্রশ্ন। আরেকজন আসছেন নির্বাচন করার জন্য, যিনি হলেন মুনাফেক। আর মুনাফেকের স্থান কাফেরের চেয়ে নিচে। বিগত সময়ে উনি সেলিম ওসমানের মাধ্যমে এখানে নেতৃত্ব দিয়েছেন। সেলিম ওসমান ভেবেছিলেন উনি হয়ত অতীতের সব পাপ ভুলে মানুষের কল্যাণে কাজ করবেন। কিন্তু খারাপ তো খারপই থাকবে। যদি এমন একজন লোক চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় যিনি সংসদ সদস্যের পছন্দের লোক না, এতে করে এলাকার মানুষরা বঞ্চিত হবেন। তারা নিজেদের অধিকার থেকে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবেন। এ এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান সাহেব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা