আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৯

নাশকতার মামলার আসামি চান অস্ত্রের লাইসেন্স

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৪ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে নাশকতার মামলার আসামি ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা একটি পিস্তলের লাইসেন্সের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন। গত মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি করলে সেটি তদন্তের জন্য স¤প্রতি জেলা পুলিশ সুপারের বিশেষ শাখায় পাঠানো হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে সেটি তদন্তের জন্য থানা পুলিশের কাছে পাঠায়। গত সপ্তাহে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। মহিউদ্দিন মোল্লা সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। নাশকতা, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে। এ দুটি মামলার এজহারভুক্ত আসামি তিনি। তিনি এখন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের নেতা পরিচয় দেন। গত ৭ ডিসেম্বর মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন। তিনি অভিযোগ করেছিলেন, তাদের জমি দখল করতে মহিউদ্দিন মোল্লা গংরা তার স্ত্রীকে অপহরণ ও হত্যা চেষ্টা চালিয়েছিল। তাৎক্ষণিক ৯৯৯ ও থানায়কে ফোন করেও তিনি ন্যায়বিচার পাননি। এসময় মারধর করাসহ হত্যার ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্পে সই নেওয়ার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে তাকে হাত- পা বেঁধে ফেলে দেয় মহিউদ্দিন গংরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানান আলমগীর হোসেন। মহিউদ্দিন মোল্লার অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, যদি কেউ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করে সংশ্লিষ্ট থানা ও ডিএসবি তদন্ত করে তার বিরুদ্ধে মামলা আছে কিনা বিষয়টি বিবেচনা করে খতিয়ে দেখে প্রতিবেদন দেবে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে নাশকতা মামলা থাকলে তাকে লাইসেন্স দেওয়ার প্রশ্নই ওঠে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা