আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৪

তিন উপজেলায় প্রতীক পেলে প্রার্থীরা 

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৪ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনের মুল ধারার লড়াই। গতকাল বৃহস্পতিবার প্যার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আইন মোতাবেক প্রচার-প্রচারণার মাধ্যমে ভোটরদের আকৃষ্ট করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রার্থীরা। যদিও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান ও ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়া ৪জন প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রতীক বরাদ্দ কার্যক্রম। সেখানে প্রতীক বরাদ্দ শেষে প্রতিদ্ব›িদ্বহীন প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন এই (আড়াইহাজার, রূপগঞ্জে ও সোনারগাঁ) অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা মো. সাকিব আল-রাব্বি। জানা গেছে, আড়াইহাজার ও সোনারাগাঁয়ে ৩৩জন করে ও রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের বিপরিত নির্বাচন করছেন ২ জন। এছাড়া, সোনারাগাঁয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২জন। রূপগঞ্জ উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩লাখ ৯০হাজার ৬০৭জন, যাতে পুরুষের সংখ্যা ২লাখ ৫১জন আর মহিলা সংখ্যা ১লাথ ৯০ হাজার ৫৫৪জন। নির্বাচনে, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২টি ভোট কেন্দ্রে থাকবে ১হাজার ১১টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২জন প্রিজাইডিং কর্মকর্তা, ১০১১জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২০২২জন পোলিং অফিসার। আড়াইহাজার উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩লাখ ৩৯হাজার ৪৮৭জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৭৫হাজার ২২জন ও মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ৬৪হাজার ৪৬২জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৩৯টি ভোট কেন্দ্রে থাকবে ৯১৯টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৩৯জন  প্রিজাইডিং কর্মকর্তা, ৯১৯জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৮৩৮জন পোলিং অফিসার।সোনারগা উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩লাখ ৫০হাজার ৬৬৮জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৮১হাজার ৪১৪জন ও মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ৬৯হাজার ২৫৪জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২টি ভোট কেন্দ্রে থাকবে ৯৬২টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২জন  প্রিজাইডিং কর্মকর্তা, ৯৬২জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৯২৪জন পোলিং অফিসার। উল্লেখ্য, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে এই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি প্রতীক বরাদ্দ দেন। সোনারগাঁ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাহফুজুর কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক, বাবুল ওমর বাবু পেয়েছেন আনারস প্রতীক, আলী হায়দার পেয়েছেন দোয়াত কলম প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে মাসুম চৌধুরী পেয়েছেন তালা প্রতীক, আজিজুল ইসলাম মুকুল পেয়েছেন মাইক প্রতীক, মো: ফয়েজ শিপন পেয়েছেন চশমা প্রতীক ও জাহাঙ্গীর পেয়েছেন টিউবওয়েল প্রতীক। নারী ভাইসচেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী পেয়েছেন হাঁস প্রতীক ও শ্যামলী আক্তার ফুটবল প্রতীক। এছাড়া হাইকোর্টে রিটের মাধ্যমে ১ জন চেয়ারম্যান প্রার্থী,  ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। তারা হলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব পারভেজ ও জহিরুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর ইসলাম রুমা, এড. নুরজাহান ও হেলেনা আক্তার। আগামী ৫ই মে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  রিটার্নিং কর্মকর্তা মো. সাকিব আল রাব্বি জানান, চেয়ারম্যান পদে দুই প্রার্থী আনারস প্রতীক চেয়েছিলেন। তবে আবু হোসেন ভূঞা (রানু) পেয়েছেন আনারস প্রতীক এবং মো. হাবিবুর রহমান হাবিব পেয়েছেন দোয়াত কলম প্রতীক। এর আগে, ৩০ এপ্রিল রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে করে ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়লাভ করতে যাচ্ছেন। আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে ৩ প্রার্থী আনারস প্রতীক চেয়েছিলেন। তবে কাজী সুজন ইকবাল পেয়েছেন আনারস প্রতীক, মো. শাহজালাল মিয়া পেয়েছেন দোয়াত কলম প্রতীক, জহিরুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক। এর আগে, ৩০ এপ্রিল আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে করে ভাইস চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়লাভ করতে যাচ্ছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা