সোনারগাঁয়ে নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:১৯ | Comments Off on সোনারগাঁয়ে নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলা নির্বাচন নিয়ে পথে ঘাটে বা চায়ের আড্ডায় ভোটারদের মধ্যে আলোচনা চলছে। কে কতটুকু উন্নয়ন করবে উপজেলার। কে কতটুকু ক্লিন ইমেজের লোক। ইতিমধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দিয়েছে জেলা নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসার। গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়। প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর কালাম ঘোড়া প্রতীক, বাবুল ওমর বাবু আনারস প্রতীক ও আলী হায়দার পেয়েছেন দোয়াত কলম প্রতীক। যেখানে ভাইস চেয়ারম্যান পদে মাসুম চৌধুরী তালা প্রতীক, আজিজুল ইসলাম মুকুল মাইক প্রতীক, মো: আবুল ফয়েজ শিপন চশমা প্রতিক ও জাহাঙ্গীর হোসেন পেয়েছেন টিউবওয়েল প্রতীক। এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা আক্তার ফেন্সী হাঁস প্রতিক ও ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী পেয়েছেন ফুটবল প্রতিক। অন্যদিকে একজন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর ইসলাম রুমা, অ্যাডভোকেট নুরজাহান ও হেলেনা আক্তার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থি মাহবুব পারভেজ, জহিরুল ইসলাম খোকন হাইকোর্টে রিটের মাধ্যমে প্রার্থীতা পাওয়ায় তাদের প্রতিক বরাদ্দ হবে কাল রবিবার। এদিকে প্রতীক পাওয়ার থেকে ভোটারদের মধ্যে আলোচনার বিষয় হলো সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী কে কত জনপ্রিয়। চায়ের দোকানে এমন নানা আলোচনা সমালোচনার কথা শোনা যায়। তাদের দাবি আসলে সোনারগাঁ উপজেলায় জনগনের পছন্দের নেতাই নাই। এখন যারা নির্বাচন করছেন তারা জনগনের মন মেজাজ বুঝবে না। তাদের কাজ ধান্দা করা। টাকা কামানো, চাঁদাবাজি করা, নিজেদের পকেট ভারি করা। টাকা দিয়ে লাঠিয়াল বাহিনী তৈরি করা। সন্ত্রাস, বালু খেকো তৈরি, জমি দখল, মাদক কারবারি, টেন্ডারবাজ, খুনি সৃষ্টি করা। এখন জনগণের নেতা মোশাররফ চেয়ারম্যান নাই। যে জনগণ বিচার নিয়ে গেলে ন্যায় বিচার পাবে। ডেকে নিয়ে কাছে বসিয়ে সান্ত¡নার দিবে। মোটামুটি ভালো এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াও এবার নির্বাচনে নাই। যাকে আমেরিকা থেকে ডেকে এনে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। কারণ তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি করতেন না। কারো উপকার পারলে করেন না পারলে কারো ক্ষতি তিনি করেন না। যারা এবার প্রার্থী সবাই একই স্বভাবের লোক। কারো মধ্যে তেমন ভালো গুন নেই। মাহফুজুর রহমান কালাম, তিনি তিন তিন বার উপজেলা পরিষদ নির্বাচন করে পরাজিত হয়েছেন। দল থেকে একাধিকবার বহিষ্কার হয়েছেন তিনি। তাকে দিয়ে জনগনের তেমন লাভ হবে না। তিনি চেয়ারম্যান হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অবস্থা খুব খারাপ হবে। অনেক চেয়ারম্যান পরিষদেই আসতে পারবে না। সোনারগাঁয়ের চাঁদাবাজির সকল সেক্টর তার হাতের মুঠোয় চলে আসবে। বাবুল ওমর তো আরেক ধাচের লোক। আর তার যত টাকা পয়সা ও ক্ষমতা বলেন সবই যেন ক্ষমতার প্রভাবে কামাই। তবে তিনি চেয়ারম্যান হলে তার প্রভাব শুধু কাঁচপুর এলাকায়ই সীমাবদ্ধ থাকবেন সোনারগাঁয়ের সর্বত্র ছড়িয়ে যাবে। নির্বাচন করার জন্য কাকে কেমন করে ম্যানেজ করতে হয়, তিনি তা জানেন। সেখানে যাকে যেটা দিতে হয় তাকে সেটাই দিয়ে তিনি মাঠ গরম করে রেখেছেন। যিনি কাঁটা খান তাকে কাঁটা, যিনি হাড় বা হাড্ডি খান তাকে হাড্ডি দিয়ে ম্যানেজ করছেন। টাকা পয়সা, ক্ষমতা দিয়ে হলেও এভাবে ম্যানেজ করে তার দাবি আদায়ে তিনি ব্যস্ত। কাকে পায়ে ধরা লাগবে, তাকে তিনি পায়েই ধরছেন। তার স্বার্থ উদ্ধারের জন্য সকল পথ অবলম্বন করছেন তিনি। রফিকুল ইসলাম নান্নু, তার কথা বলতে গিয়ে একজন বলে উঠলেন, চৌদ্দবার হজ্ব করলেও তার স্বভাব পাল্টাবে না। সে যুবলীগের সভাপতি হয়ে সোনারগাঁয়ে খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক কারবারিদের ইউনিয়ন যুবলীগের সভাপতি বানিয়েছেন। আরেকজন বলেন, সোনারগাঁয়ের রয়েলে হেফাজত নেতা মামুনুল হকের সাথে যে ব্যবহার করেছে। সে আবার চেয়ারম্যান হতে চায়। মেম্বার হওয়ার যোগ্যতাও তার নেই। বেছে বেছে হুজুরদের সে মামলা দিয়েছে। টাকার জন্য সাধারণ মানুষকে হয়রানি করছে মামলা দিয়ে। তার সাথে অমিল হওয়া আওয়ামী লীগ, যুবলীগ, জামাত বিএনপি, জাতীয় পার্টি, মসজিদের ঈমামদেরকে মামলা দিয়ে এলাকা ছাড়া করছে। সে ক্ষমতার জোরে টেন্ডারবাজি করে ব্রীজ, কালভার্ট, রাস্তা ঘাটের কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার করে জনগণকে ধোঁকা দিয়েছে। সে সব স্থাপনা অল্প দিন পরেই ধ্বসে গেছে। মেনিখালি ব্রীজের উপর দুটি সেতু তৈরি করে সে নদীকে বালি দিয়ে ভরাট করে ফেলেছে। ওই নদীতে এখন নৌকা চলে না। আলি হায়দার, তার কাজ নাই, চাকরি নাই, তিনি কিভাবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার কাজ বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করা। সে টাকার জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছে। চেয়ারম্যান হওয়ার জন্য নয়। কিছু টাকা পেলে সে বসে যাবে। এটা তার সিজনাল ব্যবসা। তিনি কোম্পানি, ফ্যাক্টরির মালিকদের ফাঁদে ফেলে চাঁদাবাজি করেন। এভাবে সোনারগাঁয়ে নির্বাচন নিয়ে বিশ্লেষন করছে ভোটাররা।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪