আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৬

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযান

ডান্ডিবার্তা | ০৬ মে, ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় সিটি টাওয়ার নামে ১২ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ভবনটি সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই অভিযোগে জাকির হোসেন নামে একজন বাড়ির মালিককে ১ লাখ ও নূরুল ইসলাম নামে আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই দুই বাড়ির মালিক নিজ উদ্যোগে বর্ধিত অংশ ভেঙে ফেলার প্রতিশ্রæতি দিয়েছেন। গতকাল রবিবার দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত রাজউকের জোন-৬ এর ৩ এর অথরাইজড অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, সিটি টাওয়ারটি আবাসিক ভবন করার অনুমতি নিয়ে বাণিজ্যিক করা হয়েছে। তাছাড়া নকশা বহির্ভুত ভাবে ভবনের সামনের অংশ বর্ধিত করা হয়েছে। ফলে বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে। এরআগেও অভিযান চালিয়ে সতর্ক না হওয়ায় ভবনটি সিলগালা করা হয়েছে। এছাড়া আরও দুটি ভবনের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা