
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডসহ মহাসড়কের বিভিন্ন স্থানে ময়লার ভাগাড় বন্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে পরিবেশ অধিদফতর। একইসঙ্গে মহাসড়কের পাশে সকল ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। গতকাল রোববার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এক চিঠির মাধ্যমে ময়লার ভাগাড় সরানোর এই নির্দেশনা দেওয়া হয়। গত ২৫ এপ্রিল পরিবেশ অধিদফতরের পাঠানো চিঠি গ্রহণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এদিকে মহাসড়কের পাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণের জন্য হাইকোর্টে করা এক রিটে সরকারের সংশ্লিষ্ট দফতরসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে। এরপর সাইনবোর্ড থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ এসব মহাসড়ককে দখলমুক্ত রাখা এবং নিরাপদ যাতায়াতের জন্য কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে সওজের পক্ষ থেকে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণের পর সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিলে অসাধু লোকজন আর ময়লা ফেলতে পারবে না। কিংবা কোনো সংস্থার মাধ্যমে ময়লা ফেলার স্থানগুলোতে সবুজ গাছ-গাছালি কিংবা বনায়ন করার সুযোগ দিলে মানুষ উপকৃত হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পাঠানো স্থানীয় পরিবেশ অধিদফতরের চিঠিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের সানারপাড়া, সাইনবোর্ড, পারিজাত, প্রো-অ্যাকটিভ হাসপাতালের আশপাশের এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ির বর্জ্য কিছু অসাধু লোক দিনের পর দিন মহাসড়কের পাশে ফেলে গুরুত্বপূর্ণ মহাসড়কটির পরিবেশ যেমন বিনষ্ট করছে, তেমনি মহাসড়কের আশপাশে বসবাস করা জনগোষ্ঠীকে মশাবাহিত ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে দিয়েছে। এ বিষয়ে প্রেস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন করা হলে হাইওয়ে থেকে ১৫ দিনের মধ্যে ময়লা-আবর্জনা সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ এ রায় প্রদান করেন। এ রিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি, সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা বনবিভাগের প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, মহাসড়কের পাশে ময়লা ফেলা বন্ধের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে স্থায়ীভাবে এটা বন্ধ করা এখনও সম্ভব হচ্ছে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯