আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৪

সোনারগাঁয়ে মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা

ডান্ডিবার্তা | ০৬ মে, ২০২৪ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকে বসে নেই। সকলেই মাঠ চষে বেড়াচ্ছেন। সোনারগাঁয়ে নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্ব›িদ্বতায়। চেয়ারম্যান পদে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু (আনারস), সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত কলম) প্রতীকে নির্বাচন করবেন। ভাইস চেয়ারম্যান পদে জাকের পার্টির নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া (টিউবওয়েল), সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী (তালা), উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল (মাইক), শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ শিপন (চশমা) প্রতীক পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি (হাঁস), সনমান্দি ইউনিয়ন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন ওরফে শ্যামলী চৌধুরী (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন প্রার্থীরা। এবার সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের জন্যে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল ওমর বাবু, সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। এদিকে মাঠ দাঁপিয়ে বেড়ানো এই চেয়ারম্যান প্রার্থীরা সোনারগাঁয়ে বিভিন্ন প্রতিশ্রতি দিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় ভোটাররা জানায়, নির্বাচনে অংশগ্রহন মূলক হবে। সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবু জানান, জনগণের জন্যে কাজ করার লক্ষ্য নিয়ে, আমি সোনারগাঁকে একটি উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরতে চাই। আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদকব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব। তিনি আরোও বলেন, সরকার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। আমি চাই সরকারের উন্নয়নের দৃষ্টান্তগুলো সোনারগাঁয়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা