আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪২

বন্দরে নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৪ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম পর্যায়ে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে নির্বাচন কমিশন এক প্রক্ষাপনে প্রতি ইউনিয়ন বা পৌরসভায় এক জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা জানালেও নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আলোচিত বন্দর উপজেলা নির্বাচনকে গুরুত্ব দিয়ে এ সংখ্যক নির্বাহী ম্যাহিস্ট্রেটকে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, এই নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন বদ্ধপরিকর। বন্দরে নিয়োগ দেওয়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস, সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণগঞ্জ সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসানুল আলম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল। এছাড়া নির্বাচন কমিশনের প্রক্ষাপনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লাকে নির্বাচনী অপরাধসমূহ আমলে নিয়ে দ্রæত ও সংক্ষিপ্ত বিচারের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এই ১০ জন নির্বাহী ও ১ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দুই দিন আগে থেকে পরবর্তী ২ দিন নিয়ে মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন৷




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা