আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৬

সিদ্ধিরগঞ্জে ৬ তলা ভবন হেলে পড়েছে

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৪ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ৬ তলা বিশিষ্ট ৩৬ বছরের পুরোনো বহুতল ভবন হেলে পড়েছে। ভবনটির নাম বিশ্বাস মঞ্জিল, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় ৭নং রোডের ১২নং বাড়ী এটি। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬ তলা বিশিষ্ট ভবনটি পাশের অপর একটি ভবন চৌধুরী ভিলার সাথে আটকে আছে। এতে করে দুই ভবনের ভাড়াটিয়ারা আতঙ্কে রয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির মালিকের নাম মো. মহিউদ্দীন বিশ্বাস। ভবনটি নির্মাণকালীন সময়ে কোনো পাইলিং করা হয়নি। ভবন মালিক মহিউদ্দীন বিশ্বাস একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার অবর্তমানে বাড়ির দেখাশোনার দায়িত্ব পালন করছেন লিটন মিয়া। ভবনের দায়িত্বে থাকা লিটন মিয়া জানান, ৫ বছর যাবত তিনি এ ভবনটির দায়িত্বে রয়েছেন। তার মালিক আমেরিকান প্রবাসী। বিল্ডিং হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন তিনি। বাড়ি কিভাবে হেলে পড়েছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না। ভবনে ভাড়াটিয়াদের কিছু অংশ চলে গেছেন। অতি শিঘ্রই অন্যরাও চলে যাবেন। হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো: হাবিবুল্লাহ বলেন, বাড়িটি ঝুকিপূর্ণ হওয়ায় সকল ভাড়াটিয়াদের উদ্দেশ্যে ৫ মে আমরা এক নোটিশ পাঠিছি। ভবনটি অনিরাপদ হওয়ায় ভাড়াটিয়াদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বলেন, আমরা খবর পেয়ে ভবন পরিদর্শন করে এসেছি। আমরা সেখানে বিল্ডিং ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে এমন কোন আলামত পাইনি। আমরা ভবন কর্তৃপক্ষকে এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে জানানোর কথা বলেছি। পরবর্তীতে ভবন কলাপ্স হলে আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করবো। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক বলেন, আমরা ভবনটি পরিদর্শন করেছি। সেখানে যারা ভাড়াটিয়া আছেন তাদের অন্যত্র সরে যাওয়ার জন বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ভবন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা