
ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের উত্তর চাষাড়ায় ফ্ল্যাট বাসায় কৌশলে প্রবেশ করে গৃহকর্তা আবুল কাসেম (৮৩) নামের এক বৃদ্ধ ও আকলিমা (৫৫) নামে এক গৃহকর্মীকে অবরুদ্ধ রেখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার উত্তর রাজার গায়ের মৃত শহিদুল্লাহর পুত্র জসিম উদ্দিন (৪৫) ও একই জেলার মতলব থানার নওগায়ের মৃত আলী আকবরের পুত্র মোঃ আক্তার হোসেন প্রধান (৫৫)। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেন আদালতে পাঠায় পুলিশ। এরআগে গত সোমবার বিকেলে রাশেদুল হক এর ৫ম তলা বিল্ডিং এর ৪র্থ তলায় থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় তাদের কাছ থেকে দুই লাখ উদ্ধার করা গেলেও তাদের অপর সহযোগী আব্দুল কাদের ওরফে আনিছ (৫৫) পনের লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, মামলার বাদী ভুক্তভোগী আবুল কাসেমের পরিবারের সদস্যরা সকলেই আমেরিকা প্রবাসী। তিনি একাই ওই ফ্ল্যাটে বসবাস করতো। বিগত ছয় বছর হতে আকলিমা তার বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ কাজ করে আসছে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারকৃতরা আবুল কাশেমের বাসার দরজা খোলা পেয়ে কৌশলে ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে বাদী ও গৃহপরিচারিকা আকলিমা বেগকে জিম্মি করে ও নানা ভয়ভীতি দেখিয়ে টাকা দিতে বলে। এক পর্যায়ে তারা আবুল কাশেমের বিছানার নিচে থাকা নগদ ২ লাখ টাকা তারা নিজেরাই নিয়ে নেয়। পরে তারা ঘরে থাকার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একটি চেকে জোর পূর্বক ১৫ লাখ টাকা লিখে জোর পূর্বক স্বাক্ষর করা। স্বাক্ষর শেষে আটককৃত জসিম উদ্দিনকে বাসায় পাহাড়ায় রেখে অপর দুইজন আক্তার হোসেন প্রধান ও কাদের ব্যাংকে গিয়ে ১৫ লাখ টাকা উত্তোলন করে ফের আবুল কাশেসের বাসায় চলে আসে। বাসায় এসে আসামীরা বাসায় থাকা বাড়ীর দলিল, পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্র, বাদীর ব্যবহৃত একটি এনড্রয়েড মোবাইল ফোন ও টাকা একটি ব্যাগের ভিতর নিয়ে বিকেল ৫ টার দিকে চলে যাওয়ার সময় গৃহপরিচারিকা আকলিমা বেগম ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গ্রেপ্তারকৃত ওই দুইজনকে ২ লাখ টাকাসহ আটক করলেও ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় কাদের। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া রিমান্ড আবেদনের সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯