
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপি বন্দর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া ঠেকাতে পারেনি। লিফলেট বিতরণ করে ও নানা ভাবে বন্দর উপজেলা নির্বাচকে ভোটারবিহীন করতে ব্যর্থ হয়েছে। এদিকে গোপনে ও প্রকাশ্যে বিএনপির নেতারা প্রার্থীর কাছ থেকে সুবিধা নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করেছে। এদিকে ভোটারদের ভোট কেন্দ্রে যায়া নিরুৎসাহীত করতে বিএনপি নেতাদের সাথে লোক দেখানো লিফলেট বিতরনে অংশ নিলেও পরেই তারা প্রার্থীর বাড়ি গিয়ে ধর্ণা দিতে দেখা গেছে। এতে করে বিএনপির মিশন ব্যর্থ হয়েছে অতিলোভী কিছু বিএনপি নেতার কারণে। এদিকে বিএনপির শতভাদার পরেও গতকাল বুধবার সকাল থেকেই ভোট কেন্দ্রে আসছেন নানান বয়স ও পেশার মানুষ। নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন শান্তিপূর্ন পরিবেশে। তবে কেন্দ্রে আলোড়ন ছড়াচ্ছে নতুন ভোটাররা। প্রথমবারের মতো ভোট দিতে পারায় বেশ আনন্দঘন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা। আঙ্গুলে কালি নিয়ে উদ্দীপনার সাথে ত্যাগ করছেন ভোট কেন্দ্র। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্রের বাহিরে এসে আঙ্গুলের ছবি তুলে আপলোড দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসময় ধামঘর ইউনিয়ন পরিষদ কার্যালযয়ে ভোট কেন্দ্রে আসা নতুন ভোটার তাহমিনা খানম (২৪) বলেন, মায়ের সাথে এসেছি ভোট দিতে। খুব শান্তিপূর্ন ভাবেই ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরেছি। ভোট দিয়ে খুব ভালো লাগছে। আরেকজন নতুন ভোটার রাকিব বলেন, বাবা আর আমার ভাইকে দেখতাম জাতীয় সংসদ নির্বাচনে এবং উপজেলা নির্বাচনে ভোট দিতে। তাদের দেখে আমারও একটু ইচ্ছে করতো। আজ আমি প্রথমবার ভোট দিতে পারায় খুবই ভালো লাগছে। ভেঅট দেওয়ার সময় কোন রকমের চাপ ছিলো না। ভোট কক্ষের ভিতরে অফিসাররা ও বাহিরের পুলিশ-আসার সদস্যরা অনেক সহোযোগিতা করেছেন। সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা হলো। বৈরী আবহাওয়ার কারণে সকালে থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটের সংখ্যা। বিভিন্ন ইউনিয়নে মোট ৫৪টি কেন্দ্রে এ ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকাল চারটা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিজিবি টিম বন্দরের প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছেন। সকাল থেকেই শৃঙ্খলা মেনে কেন্দ্রে আসছেন ভোটাররা। বিভিন্ন কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী, নতুন ভোটার ও বৃদ্ধদের ভোট প্রদান পরিলক্ষিত হয়েছে। উপজেলা নির্বাচন ঠেকাতে বিএনপি ব্যর্থ হয়েছে। আর যাদের কারণে বিএনপি বেশী ব্যর্থ হয়েছে তাদের বহিস্কারের দাবি জানিয়েছেন তৃনমূল নেতাকর্মীরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯