রশিদের সাথে আ’লীগেরও হার!

ডান্ডিবার্তা | মে ১০, ২০২৪, ১১:৩০ | Comments Off on রশিদের সাথে আ’লীগেরও হার!

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলা নির্বাচনে বিপুল ভোটে এম এ রশিদ হেরে যাওয়ার সাথে নারায়ণগঞ্জ আওয়ামীলীগও হেরে গেছে বলে মন্তব্য করেছেন বন্দরের একাধিক মানুষ। এ হার থেকে তাদের বিগত দিনের কর্মকান্ডে খেসারত বলে মনে করেন বিভিন্ন মহল। এম এ রশিদ যখন থেকে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হয়েছেন তখন থেকেই দুবর্ল হতে শুরু করে বন্দরের আওয়ামীলীগ। বিগত ইউপি নির্বাচন ও সিটি নির্বাচনেও যার প্রভাব দেখা গেছে। আর এবার শেষ পেরেক ঠুকে দিলেন এম এ রশিদ। এম এ রশিদ জানেন তিনি বিগত কয়েকটি নির্বাচনে গণরায়ে হেরেছেন। একবার শুধুওসমান পরিবারের দয়ায় উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন তাও মানুষকে গণরায় দেয়া থেকে বঞ্চিত করে। বিনা ভোটে। তিনি কখনো ভোটে নির্বাচিত হতে পারেনি। তাই এবার তাকে নির্বাচনে অংশ নেয়াটা ছিল বোকামি। অনেকে বলছেন অতি লোভে এম এ রশিদ নির্বাচনে প্রার্থী হয়ে বন্দর আওয়ামীলীগের সুনাম একেবারেই ডুবিয়ে দিলেন। এখন তাকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করার দাবি উঠতে শুরু করেছে। তিনি আওয়ামীলীগের যোগ্য নন। তাই আওয়ামীলীগকে রক্ষা করতে হলে তাকে আওয়ামীলীগ থেকে বের করাটাই উত্তম। বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে মাকসুদ হোসেন যখন পদত্যাগ করেছিলেন তার প্রস্তুতি সম্পর্কে ঠাওর করতে পারেননি নারায়ণগঞ্জের প্রভাবশালী দুই এমপি সেলিম ওসমান ও শামীম ওসমান। ওই সময়েই ফলাও করে বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ ও ভাইস চেয়ারম্যান হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানুকে সমর্থন দিয়ে তাদের আবারো জয়ী করার ঘোষণা দিয়েছিলন এমপি সেলিম ওসমান। পরবর্তীতে শামীম ওসমানও বড় ভাই সেলিম ওসমানের পক্ষ নেন। এবং তাদের নেতাকর্মীদের রশীদ ও সানুর জন্য কাজ করার নির্দেশ দেন। দফায় দফায় বন্দরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারদের সাথে বৈঠক করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে গেলো। প্রশাসনের শক্ত ভূমিকার কারণে বন্দর উপজেলা নির্বাচনে মুছাপুরের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের কাছে হেরে গেলেন তারা। শুধু তাই নয়, তাদের সমর্থন পাওয়া আরেক প্রার্থী সানাউল্লাহ সানুও জয়ের দেখা মুখ দেখাতে পারেননি। নির্বাচনে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করার হুমকির পরও জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন আনারস প্রতীকে ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে বীরদর্পে নির্বাচিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রশিদ গতবার বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচন হন। এছাড়া, দুইবারের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহসভাপতি (বহিষ্কৃত) চিংড়ি প্রতীকের প্রার্থী আতাউর রহমান মুকুল ১২ হাজার ৬২২ ভোট এবং মাকসুদের ছেলে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মাহমুুুুদুল হাসান ২৫৫ ভোট পেয়েছেন। অথচ নির্বাচন করা নিয়ে মাকসুদ চেয়াম্যানের বিরুদ্ধে পারিবারিক মামলা হয়েছে। সেলিম ওসমান ও শামীম ওসমান বিভিন্ন সভায় প্রকাশ্যে-আকার ইঙ্গিতে নানাভাবে শাসিয়েছেন। নানা ধরণের প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এমনকি নির্বাচনে দুই দফা নোটিশের জবাব দিয়েছেন মাকসুদ হোসেন। তবে সব কিছু ছাপিয়ে ওসমানদের মুখের হাসি ¤øান করে মাকসুদই বন্দর উপজেলা নির্বাচনে জয়ী হয়েছে। গত তিনমাস আগে থেকেই উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছানোর কাজে নেমে পড়েন মাকসুদ। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেছেন। বিভিন্ন এলাকার ভোটব্যাঙ্ক টার্গেট করেছেন। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির লোকদের সাথে বসেছেন। এমনকি সাবেক সাংসদ এসএম আকরামের দোয়াও নিয়েছেন। কোন ধরনের হুমকি ধমকি আর বাধাবিপত্তি কোনটিকেই মাথায় নেননি। গত বুধবার ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের শক্ত ভূমিকায় ভোটচুরি, কেন্দ্র দখল, সন্ত্রাসী কর্মকাÐ করার সুযোগ কেউ পায়নি। যার ফলে মাকসুদ হোসেনের গত তিনমাসের কর্মকাÐ সফল হয়েছে। জয়লাভের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে মাকসুদ হোসেন বলেন, ‘সাধারণ ভোটার ও নেতাকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা। তিনটি মাস আপনারা কাজ করে এই বিজয় অর্জন করেছেন। এ বিজয় আমার নয় এটা পুরো উপজেলাবাসীর। আপনারা সবাই শান্ত থাকবেন। কারণ, নির্বাচনের কিছু আচরণবিধি আছে। আর আপনারা যদি আমাকে ভালোবাসেন এগুলো মেনে চলবেন।’ প্রথম ধাপের বন্দর উপজেলা নির্বাচন এককথায় বন্দর আওয়ামীলীগের জন্য বড় ধাক্কা।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪