প্রভাবশালীদের দাপট কমেছে

ডান্ডিবার্তা | মে ১০, ২০২৪, ১২:০০ | Comments Off on প্রভাবশালীদের দাপট কমেছে

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের নামের সাথে ‘প্রভাবশালী’ শব্দটি যুক্ত করা হয়। এই পরিবারের দুই ভাই বর্তমান সংসদ সদস্য। স্থানীয় রাজনীতিতে এই পরিবার বরাবরই প্রভাব বিস্তার করে থাকেন। তবে, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ওসমান পরিবার সমর্থিত তিনজন প্রার্থীই পরাজিত হয়েছেন। বরং স্থানীয় দুই সংসদ সদস্যের প্রবল বিরোধীতার মুখেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এক নেতা। এই পরাজয়ের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে ভিন্ন বার্তা যাচ্ছে বলে করছেন অনেকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তালিকায় নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলার নাম ছিল। তবে মামলা জটিলতার কারণে সদর উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। গত ৮ মে উপজেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৬ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়ে এ নির্বাচনে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন চারজন। তারা হলেন- গতবার বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ (দোয়াত-কলম), দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি (বহিষ্কৃত) আতাউর রহমান মুকুল (চিংড়ি), জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন (আনারস) ও মাকসুদের ছেলে মাহমুদুল হাসান শুভ (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন দুইবারের ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি সানাউল্লাহ সানু (উড়োজাহাজ), বন্দর উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল), মো. আলমগীর হোসেন (মাইক) ও মোশাঈদ রহমান (তালা)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রতিদ্ব›দ্বী প্রার্থীর একজন বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন (ফুটবল) এবং আরেকজন সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার (কলস)। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের মাকসুদ হোসেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন যথাক্রমে টিউবওয়েল প্রতীকের মো. আলমগীর হোসেন ও ফুটবল প্রতীকের ছালিমা হোসেন। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক অনুষ্ঠানে সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান চেয়ারম্যান পদে এমএ রশিদকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সেলিম ওসমান নিজে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেও তার দলের নেতা মাকসুদকে সমর্থন না দিয়ে রশিদের পক্ষে অনুসারীদের কাজ করার নির্দেশনা দেন। গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রশিদ বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান হন। এবারও তাকে ছাড় দিয়ে সম্ভাব্য অন্য প্রার্থীদের সরে যাওয়ার আহŸান জানান সেলিম ওসমান। পরে স্থানীয় আওয়ামী লীগের এক সিদ্ধান্তে রশিদকে সমর্থন দিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তবে থেকে যান এক সময়ের সেলিম ওসমানের অনুসারী বলে পরিচিত আতাউর রহমান মুকুল ও মাকসুদ হোসেন। এক সময়ের এই দুই অনুসারী নির্বাচন সরে না সরায় প্রকাশ্যে ক্ষোভও ঝারেন সেলিম ওসমান। তার প্রয়াত বড়ভাই নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ এপ্রিল বন্দরে এক অনুষ্ঠানে মুকুলকে উদ্দেশ্য করে সেলিম বলেন, ‘এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করে এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? হাতে কি চুরি পড়েছেন?’ আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদকে ইঙ্গিত করে ওই সংসদ সদস্য বলেন, ‘একজন রাজাকার সন্তান, জমি দখলকারী; তার পোস্টার কী করে এলাকায় লাগে, শত শত গাড়ি বের করে? মানুষ অবজেকশন দিলে উনি বলেন, ‘সরি’ আর নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন। প্রশাসনের লোকজন ঘুমায়ে গেলে হবে না, এগুলা দেখতে হবে।’ এই অনুষ্ঠানে উপজেলা নির্বাচনে পছন্দের তিন প্রার্থীর নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সহকর্মী রশীদ ভাই (চেয়ারম্যান প্রার্থী) একজন মুক্তিযোদ্ধা। নাসিম ওসমান একজন মুক্তিযোদ্ধা, নাসিম ওসমানের সহকর্মী সানাউল্লাহ সানু (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। আমাদের ছোট শান্তা আমাদের মেয়ের মতো। এইখানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন, একজন মুখ খুলে বললেন কিন্তু অন্যরা বললেন না। কিন্তু ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’ একই অনুষ্ঠানে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘এইখানে এসে শুনলাম, কেউ কেউ এমন এমন বক্তব্য দিচ্ছেন আর এমন এমন কথা বলছেন, ওই কথাগুলো যদি আমলে নেই তাহলে আগামীকাল থেকে কেউ মাঠে নামতে পারবেন না। আমি সেলিম ওসমান না, আমরা জানি কী করতে হবে। আমরা চাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। যার কপালে লেখা আছে সে পাশ করবে। কিন্তু কথাবার্তা সীমানার মধ্যে রাখেন।’ শামীম ওসমান প্রকাশ্যে কোনো প্রচারণায় না থাকলেও তার অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রশিদ ও সানুর পক্ষে নির্বাচনে কাজ করেছেন। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে নাসিম ওসমানের পরিবারের সদস্যরা সমর্থন দেন মোশাঈদ রহমান মুকিতকে। নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও ছেলে আজমেরী ওসমান তার প্রচারণায়ও অংশ নেন। যদিও, ওসমান পরিবারের পছন্দের এই তিনজন প্রার্থীই নির্বাচনে পরাজিত হয়েছেন। চেয়ারম্যান পদে রশিদ পেয়েছেন ১৪ হাজার ৮৩৮ ভোট। তার প্রাপ্ত ভোটের বিপরীতে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাকসুদ। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭৩ ভোট। এছাড়া, আতাউর রহমান মুকুল ১২ হাজার ৬২২ ভোট এবং মাহমুুুুদুল হাসান ২৫৫ ভোট পেয়েছেন। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মো. আলমগীর ১৭ হাজার ৬০৬ ভোট বিজয়ী হয়েছেন। এ পদে ওসমান পরিবারের সমর্থিত দুই প্রার্থীর সানাউল্লাহ সানু পেয়েছেন ১৭ হাজার ১ ভোট এবং মোশাঈদ রহমান ৮ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তবে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিম ওসমানের পছন্দের প্রার্থী ছালিমা হোসেন পেয়েছেন ২৯ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত কলস প্রতীকের প্রার্থী মাহমুদা আক্তার ২৬ হাজার ২৮৪ ভোট পেয়েছেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪