আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:১৪

রশিদকে হারালেও ক্ষতি নেই সেলিম ওসমানের

ডান্ডিবার্তা | ১২ মে, ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রশিদকে হারালো ক্ষতি নেই সাংসদ সেলিম ওসমানের। নির্বাচনের খাতিরে মাকসুদের বিরোধীতা করলেও প্রকৃত পক্ষে মাকসুদ তার ঘরেরই লোক। আগামী পাঁচ বছর বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মাকসুদ হোসেন। নির্বাচন পূর্ববর্তী সময়ে মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে আটঘাট বেঁধে মাঠে নামা মাকসুদ হোসেন-ই এখন বন্দরের স্ব-ঘোষিত অভিভাবক বনে গেছেন। এম এ রশীদের পরাজয়ে স¤প্রতি কিছুটা মর্মাহত হলেও নিজেকে সামলিয়ে নিতে পারবেন তিনি। সূত্রানুযায়ী, বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদকেই সমর্থন দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। সেই মোতাবেক দলীয় নেতাকর্মীদের এম এ রশীদের হয়ে কাজ করার নির্দেশ দেন সংসদ সদস্য। এ নিয়ে দফায় দফায় বন্দরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারদের সাথে বৈঠক করেন কারা। তবে, শেষতক কিছুতেই কিছু হয়নি। প্রশাসনের শক্ত ভূমিকায় বন্দর উপজেলা পরিষদে বিপুল সংখ্যক ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুসাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মাকসুদ হোসেন। সরাসরি সেলিম ওসমানের আপত্তি থাকা সত্তে¡ও তার নির্দেশনার তোয়াক্কা না করে মাকসুদ হোসেন বিজয় ছিনিয়ে এনে যে দু:সাহস দেখিয়েছেন তা নারায়নগঞ্জবাসীকে ভিন্ন এক বার্তা প্রেরণ করছে। অপরদিকে, বন্দর উপজেলা নির্বাচনে প্রশাসনের এমন ভূমিকা থাকবে তা হয়তো কোনভাবেই ভাবেননি আওয়ামীলীগ নেতারা। এ দিকে, আগামী পাঁচ বছর বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানের অবস্থান কেমন থাকবে তা নিয়েই রাজনৈতিকাঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। বোদ্ধারা বলছেন, উন্নয়ণের স্বার্থে আপত্তি থাকা সত্বেও এখন সেই মাকসুদ হোসেনকে নিয়েই কাজ করতে হবে এমপি সেলিম ওসমানকে। এরআগে, নির্বাচন পূর্ববর্তী সময়ে বন্দর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেনকে বিভিন্নভাবে থামানোর চেষ্টা করেছেন সাংসদ সেলিম ওসমান। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে মাকসুদ হোসেনের বিরোধীতা করলেও তার সাথে সেলিম ওসমানের সখ্যতা আগের মতোই আছে। খুব শীঘ্রই তাদের দু’জনকে আবার একত্রে দেখা যাবে। এছাড়া এমপি সেলিম ওসমানের কাছে বিকল্প আর কোন রাস্তাই নেই। কেননা, সকল ভয়কে পেছনে ফেলে মাকসুদ হোসেন বিজয় অর্জন করে যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটাই এখন সবচেয়ে আলোচিত বিষয়। যিনি স্থানীয় সংসদ সদস্যর নির্দেশনার তোয়াক্কা না করে ইউনিয়ন ছেড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তিনি আগামীতে উপজেলা ছেড়ে সংসদ সদস্য নির্বাচনও করতে দ্বিধাবোধ করবেন না বলেই মনে করছেন তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা