
ডান্ডিবার্তা রিপোর্ট
ভোরের বৃষ্টিতে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আর এই সুযোগ কাজে লাগিয়ে রিকশা চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। অন্যদিকে জলাবদ্ধতায় রিকশা চালানো অনেক কষ্ট ও সময়সাপেক্ষ হওয়ায় বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। গতকাল শনিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে এমন চিত্র দেয়া যায়। বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পানি জমে। শহরের গলাচিপা, মাসদাইর, দেওভোগ, ভূঁইয়ারবাগ, নন্দীপাড়া, বোয়ালিয়া খাল, জামতলসহ হাঁটুসমান পানি জমেছে। ভারী বৃষ্টির কারণে সকাল থেকেই অলিগলিসহ মূল সড়কে পানি জমেছে। অফিসগামী মানুষ নির্ধারিত স্থানে যাওয়ার জন্য রিকশা ঠিক করতে গেলে কয়েকগুণ ভাড়া চাইছেন চালকরা। ভাড়া নিয়ে রিকশা চালকদের সঙ্গে যাত্রীদের কিছুটা বাকবিতÐাও দেখা গেছে। গলাচিপা এলাকার যাত্রীরা অভিযোগ করে বলেন, বৃষ্টি হলেই রিকশা চালকদের দাম বেড়ে যায়। তারা ২০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকারও বেশি চায়। মোট কথা বৃষ্টি এলে রিকশা চালকরা মানুষদের জিম্মি করে ভাড়া আদায় করে। মাসদাইর বাজার থেকে কালির বাজার যাবেন সাহর কাজী। রিকশা ভাড়া ৬০ টাকা চাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেলো তাকে। তিনি বলেন, ‘এখান থেকে সাধারণ সময়ে রিকশা ভাড়া ২০টাকা। সেই ভাড়া বেড়ে ৬০ টাকা হয়ে গেলো?। তাহমিনা আক্তার নামের এক যাত্রীরা অভিযোগ করে বলেন, বৃষ্টি হলেই রিকশা ও অটোরিকশা চালকদের দাম বেড়ে যায়। তারা ১৫ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকারও বেশি চায়। মোট কথা বৃষ্টি এলে রিকশা চালকরা মানুষদের জিম্মি করে ভাড়া আদায় করে। দিনমজুর শ্রমিক হারুন অর রশিদ আকাশ। তিনি চাকরি করে বিসিক শিল্প নগরী এলাকায়। বৃষ্টির সকালে কর্মস্থলে যেতে তারও পোহাতে হয়েছে ভোগান্তি। মাসদাইর বাজার থেকে প্রতিদিন বিসিক ১নং গেইটের সামনে ১০টাকায় অটোতে যায়। কিন্তু সেখানেই যেতে আজ তার গুনতে হয়েছে ৫০ টাকা। সময় মতো কর্মস্থলে না গেছে বেতন কেটে দেয় মালিক পক্ষ। তাই বাধ্য হয়েই ১০টাকার ভাড়া ৫০টাকা দিয়ে যেতে হয়েছে। ভাড়া বেশি রাখার কারণ জানতে চাইলে এক রিকশা চালক আক্কাস (ছদ্ম নাম) বলেন, ‘রাস্তায় হাঁটুসমান পর্যন্ত পানি। এর মধ্যে রিকশা চালানো অনেক কষ্টের, সময়ও লাগে বেশি। তাই স্বাভাবিক সময়ের থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯