আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:২৪

গিয়াসকে নি:শর্ত মুক্তি না দিলে আন্দোলনের হুমকি বিএনপির

ডান্ডিবার্তা | ১৩ মে, ২০২৪ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিনকে দুদকের মামলায় আদালত কারাগারে পাঠানোর ঘটনায় ফুঁসতে শুরু করেছে নারায়ণগঞ্জ বিএনপি। তারা ইতিমধ্যে বিবৃতি দিয়ে নিন্দা জ্ঞাপন করেছে। গিয়াস উদ্দিন মুক্তির দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা। গিয়াস উদ্দিনকে নি:শর্ত মুক্তি দাবি করছেন। নয়তো রাজপথে মানতে বাধ্য হবে। প্রয়োজনে তারা মহাসড়কে নামবেন। এমন হুমকির কথা বিএনপির একাধিক নেতা মুখ থেকে মুনা যাচ্ছে। এদিকে গতকাল রোববার ঢাকার একটি আদালত সাবেক এমপি গিয়াস উদ্দিনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এ সংবাদ দ্রæত নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়ে। সাথে সাথে বিএনপির নেতারা নিন্দা জ্ঞাপন করেন। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিঃর্শত মুক্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সাজানো,ষড়যন্ত্রমূলক ও পূর্বপরিকল্পিত মিথ্যা দূর্নীতির মামলায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন বাতিল করে তাকে অবৈধ ভাবে জেল হাজতে প্রেরণের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই। তাঁরা আরও বলেন, এসরকার আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনে সাংগঠনিক দক্ষতায় ও জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে তার বিরুদ্বে মিথ্যা ও সাজানো দূর্নীতির মামলায় সাজিয়ে মিথ্যা চার্জশিট দিয়ে রাজনৈতিক ভাবে বিএনপি ও তাকে দূর্বল করার জন্য এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ এক বিবৃতিতে উল্লেখ করেন, এই সরকার সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে তার বিরুদ্বে মিথ্যা ও ভিত্তিহীন দূর্নীতির মামলা সাজিয়ে রাজর্নৈতিকভাবে বিএনপি ও তাকে দূর্বল করতে চাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, সরকারের এই হীন চক্রান্ত কোনদিনও সফল হবে না। জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। সে পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব। এক বিবৃতিতে মাশুকুল ইসলাম রাজিব বলেন, দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোন অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানী করা হচ্ছে। ঠিক একইভাবে দুদকের একটি মিথ্যা ও সাজানো মামলায় আইনের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নিংর্শত মুক্তির দাবি করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা