
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার উপজেলা পরিষদের ২১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে দোয়াত কলম প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী শাহাজালাল মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনী প্রচারণায় আমার নেতা কর্মীদেরকে হুমকী ধমকী দেয়া হচ্ছে। তিনি এ ব্যাপারে মিডিয়ার মাধ্যমে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ নজরুল ইসলাম বাবু এমপির হস্তক্ষেপ কামনা করেছেন। শাহাজালাল মিয়া গত শুক্রবার আড়াইহাজার ইমদাদুল উলুম আলিম মাদরাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এ কথা বলেন। শাহাজালাল মিয়া বলেন, যেখানে প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নির্বাচনকে নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণ মূলক করার জন্য প্রতিদিন তাগিদ দিচ্ছেন, সেখানে একজন প্রার্থীর পক্ষ থেকে অপর একজন প্রার্থীর নেতা কর্মীদেরকে হুমকী ধমকীর বিষয়টি সন্তোষ জনক নয়। তিনি আরো বলেন, আমরা এ নির্বাচনে তিন জন প্রার্থী রয়েছি। তিনজনই আওয়ামীলগ করি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকেই আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে মেনে নেয়া উচিৎ। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রচার প্রচারণা করতে গিয়ে জনগণের কাছ থেকে প্রচন্ড রকম সাড়া পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে আমার জয়লাভের শতভাগ সম্ভাবনা রয়েছে বলে আমি আশাবাদী। এর আগেও সাংবাদিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের জবাবে শাহাজালাল মিয়া বলেন, আমি দীর্ঘ ১৭ বছর আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলাম। তা ছাড়া আমি দুই মেয়াদে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। গত নির্বাচনে দল থেকে মুজাহেদুর রহমান হেলো সরকার কে মনোনয়ন দেয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। এবার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় এবং নির্বাচনে প্রার্থীতা করা সবার জন্য উন্মুক্ত থাকায় আমি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বীরা হচ্ছেন, কালাপাহাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন (প্রতীক ঘোড়া) এবং সরকারী সফর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাজী সুজন ইকবাল (প্রতীক আনারস)।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯