
ডান্ডিবার্তা রিপোট
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দুই সহোদর শাহাদাত হোসেন আল রাফি (১৪) ও আরিফ হোসেন রাফাত (১২) ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৫ মে সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে না পেয়ে নিখোঁজের পরদিন তাদের বাবা মোঃ ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন। গত ৮ দিন ধরে নিখোঁজ ছাত্রদের সন্ধান না পেয়ে তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা আতংকের মধ্যে রয়েছেন। জানা যায়, ফেনীর সদর থানার তুলাবাড়িয়া গ্রামের বাসিন্দা সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রæপ নামের একটি কোম্পানিতে নিখোঁজ স্কুল ছাত্র রাফি ও রাফাতের বাবা মো. ইউসুফ মিয়ার চাকুরীর সুবাদে তারা মেঘনা আবাসিক এলাকায় বসবাস করেন। তারা গত ৫ মে সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্কুল সাড়ে ৪টার দিকে ছুটি হলেও তারা সন্ধ্যায় ৭দিকেও বাড়ি ফেরেনি। পরে তাদের বিভিন্ন স্থানে খোজাখুজি করে তাদের খোঁজ মেলেনি। পরদিন সোমবার সকালে নিখোঁজ ছাত্রদের বাবা মোঃ ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ শাহাদাত হোসেন আল রাফি মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ও আরিফ হোসেন রাহাত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজ ছাত্রদের গায়ের রং শ্যামলা ও ড্রেস পরিহিত ছিল। নিখোঁজদের বাবা মোঃ ইউসুফ মিয়া জানান, তাদের সন্তানদের না পেয়ে তাদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা কি পরিস্থিতিতে আছেন তা জানেন না। তাদের সন্ধান পেতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। তাদের শোকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কান্না থামছে না। সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজের বিষয়টি জানতে পেরে তাদের ছবি ও তথ্য দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯