আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:১২

বন্দরে চলছে আ’লীগের দৈন্যদশা

ডান্ডিবার্তা | ১৪ মে, ২০২৪ | ২:৫৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মহানগর আওয়ামীলীগের কমিটি নিয়ে দ্ব›দ্ব এখনো শেষ হয়নি। নারায়ণগঞ্জ মহানগরে শীর্ষ নেতারা প্রবীন ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে আংশিক কমিটি গঠন করায় তৃনমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মহানগর আওয়ামলিীগের শীর্ষ নেতাদের দুর্বল কমিটির বিপক্ষে পাল্টা কমিটি কেন্দ্রে জমা দিলেও তার কোন সুরাহা এখনো হয়নি। ঝুলে আছে উভয় গ্রæপের কমিটি। আর এতে করে নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামীলীগ দুর্বল থেকে দুর্বল হয়ে পড়েছে। যার প্রভাব উপজেলা নির্বাচনে পড়েছে। যার কারণে দল যেমন সুসংগঠিত নয় তেমন প্রার্থী বাছাইয়ে ছিল আওয়ামীলীগের ভুল। যে নেতাকে কেহ পছন্দ করে না সে নেতাকে দলের প্রার্থী করায় তার ভরাডুবি ঘটে। দেখা যায় পুরো বন্দরে আওয়ামীলীগে হযবরল অবস্থা। নাসিক ২৪নং ওয়ার্ডে যাকে সভাপতি করা হয়েছে সে একজন দারোয়ান। যদি দারোয়ানকে দিয়ে একটি ওয়ার্ডের নেতৃত্বে দেয়া হয় তবে আওয়ামীলীগের কি অবস্থা তা অনেকে বিরুপ মন্তব্য করে থাকেন। যার কোন কর্মী নেই আছে কিছু হকার। নেই দলের জন্য ত্যাগ স্বীকার করার মত অর্থ বা সামর্থ। এমনকি নেই কোন গ্রহণযোগ্যতা। যার কথা ১শ’ লোক আসবে না এমন লোকদের নেতা বানানোতে আওয়ামীলীগের দৈম্যদশা প্রকাশ প্রকাশ পায়। এ ব্যপারে নাসিক ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীন ও ত্যাগী নেতা হাজী সামাদ বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতি করে কোটি টাকা খরচ করেছি। আমাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে। যে কোন সময় ডাক দিলে হাজার লোকের সমাগম ঘটাতে পারি। আর আমাকে আওয়ামীলীগের শীর্ষ নেতারা মূল্যায়ন করেনি। যাকে নেতা বানিয়েছে সে দলের হাল ধরাতো দূরের কথা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাও দুস্কর। তা হলে আওয়ামীলীগ এতই দুর্বল যাকে খুশি তাকে নেতা বানাতে হবে। আওয়াশীলীগ একটি শক্তিশালী দল আর এ দলের শক্তি বজায় রাখতে হলে শক্তিশালী নেতাদের নেতৃত্বে আনতে হবে। এ ব্যপারে মহানগর আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একজন হুমায়ূন কবির মৃধা তিনি বলেন, এবার বন্দরের মহানগর আওতাধীন ৯টি ওয়ার্ড কমিটি দুর্বল থেকে অতি দুর্বল হয়েছে। যাদের আওয়ামীলীগের নেতৃত্ব দেয়ার মত কোন শক্তি বা সামথ্য নেই তাদের বানানো হয়েছে নেতা। তাদের দ্বারা আওয়ামীলীগের ক্ষতি ছাড়া লাখ হবে না। যার প্রমাণ পাওয়া গেল বন্দর উপজেলা নির্বাচনে। দল সুসংগঠিত থাকলে দলীয় প্রার্থীকে হারাতে হতো না। এ জন্য আমাদের শীর্ষ নেতারাই দায়ি। কারণ আমরা নেতা নির্বাচনে ভুল করছি। কাকে দিয়ে দল চলবে সে বিবেচনা না করে শুধু চোখের ভালবাসায় কমিটির নেতা বানিয়ে ফেলি। আওয়ামীলীগকে এখন রক্ষা করা জরুরী হয়ে পড়েছে। তাই নতুন করে ত্যাগী নেতাদের বাছাই করে শক্তিশালী কমিটি গঠন করাই এখন সময়ের দাবি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা