আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৫

ব্যর্থতার ঘানি আ’লীগের কাঁধে!

ডান্ডিবার্তা | ১৫ মে, ২০২৪ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে আশা পূরন হলোনা আওয়ামীলীগের। আওয়ামীলীগ নেতারা ভেবেছিলেন দল ক্ষমতায় আমাদের কাছে কে? আমরা যা করব তাই হবে। কিন্তু বিধিবাম। প্রশাসন একেবারেই নিরপেক্ষ হয়ে গিয়ে তাদের কপাল পুড়লো। আর বিনা ভোটের তকমা থেকে বেরিয়ে আসতে পারলেন না এম এ রশিদ। তার নির্বাচনী ছক ছিল দল ক্ষমতায় আর এমপিরা তাকে সমর্থন দিয়েছে। ভোট যাই হোক বিজয়ের ঘোষনা তার পক্ষেই আসবে। আর এ জন্য তিনি ভোটের আগের দিন পর্যন্ত খুব ফুরফুরে ছিলেন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সমর্থকদের হুমকি ধমকি কম দেননি। তিনি যেমন দিয়েছেন তার কর্মীরাও দিয়েছে। শুধু তাই নয় কর্মীরা নির্বাচনে প্রচারনার সময় প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর সমর্থকদের মারধর প্রচার মাইক ভাংচুর, নির্বাচনের দিন পোলিং এজেন্টকে মারধরসহ একটি কেন্দ্রে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি চেষ্টা করেও বিজয় ছিনিয়ে আনতে পারেনি। প্রশাসন যেমন ছিল নিরপেক্ষ তেমন ভোটাররা তাকে করেছে প্রত্যাখ্যান। যার কারণে তার আশার গুড়ে বালি পড়ে। তার ভাবনা যতই ছিল তা বিকেলের মধ্যে উল্টে যায়। শেস পর্যন্ত ভোটের ফলাফলের সময় উপজেলা কার্যালয়ে নিজে লজ্জিত হয়ে মুখ গোমড়া করে বসে থাকেন। আর ভাবতে থাকেন কি থেকে কি হয়ে গেল। ভেবে ছিলাম কি আর হয়ে গেলে কী? এ ব্যপারে আওয়াশীলীগের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, এম এ রশিদ ডুবেছে তার অহমিকার কারণে তার সাথে আওয়ামীলীগেরও সন্মান খুইয়েছে। তার কারনে আজ বন্দরে আওয়ামীলীগে বিভক্তি। গড়তে পাড়েনি ঐক্য ও শক্তিশালী বলয়। যার কারনে আওয়ামীলীগ বন্দরে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এখন ব্যর্থতার ঘানি আওয়ামীলীগের কাধে। আওয়ামীলীগের এক নেতা ক্ষোভের সাথে বলেন, এম এ রশিদ আওয়াশলিীগের অকেজো মাল। তাকে দিয়ে আওয়াশীলীগ কখনো চাঙ্গা হবে না। আর সে যতদিন থাকবে ততদিন বন্দরে আওয়ামীলীগ দুর্বলই থেকে যাবে। এ জন্য সময় থাকতে তাকে পরিবর্তন করে নতুন নেতৃত্বে ত্যাগী নেতাদের আনা উচিৎ’। যারা জনগণের ভাষা বুঝেন। তাহলে আবার বন্দরে আওয়ামীলীগ ঘুড়ে দাঁড়াতে পারবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা