ডান্ডিবার্তা রিপোর্ট
আন্দোলন কিংবা নির্বাচন সবকিছুতেই সিদ্ধান্তহীনতায় ভুগছে রাজপথের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সমমনা দল ও জোটের সঙ্গে একমত হওয়া, এমনকি নিজের দল পুনর্গঠনের ক্ষেত্রেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না দলটি। সরকারবিরোধী আন্দোলনে মাঠে থাকলেও বিএনপির সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা নিয়েও ক্ষুব্ধ ও হতাশ সমমনা দলগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কৌশল নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। আন্দোলনের নামে রাজপথে মাঝে-মধ্যে যেসব কর্মসূচি চলছে- সেগুলোও নামকাওয়াস্তেই। ভিতরে ভিতরে দলের সিনিয়র নেতাদের মধ্যেও হতাশা বিরাজ করছে। পদ-পদবি হারানোর ভয়ে কেউ কিছু বলতে পারছেন না। তারা এখন তাকিয়ে আছেন দলের হাইকমান্ড তারেক রহমানের দিকে। বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলোর মাধ্যমে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আন্দোলনের কৌশল নিয়ে রীতিমতো বিপাকে আছে বিএনপি। যুৎসই কৌশল নির্ধারণ করা সম্ভব হচ্ছে না দলটির পক্ষে। গতানুগতিক কিছু কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। গত কয়েক বছরে যত আন্দোলন-সংগ্রাম করেছে- তার সবই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনাহীন। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে সবচেয়ে বড় মহাসমাবেশের আয়োজন করলেও সেটি ছিল ‘রুটিন ওয়ার্কের’ মতোই কর্মসূচি। এর আগে বা পরে কোনো পরিকল্পনাই ছিল না তাদের। ফলে লাখ লাখ নেতা-কর্মীর সমাবেশ মাত্র ১০ মিনিটেই পুলিশ ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়। এর পরই শুরু হয় সারা দেশে পুলিশের মামলা ও ধরপাকড়। বড় নেতারা অধিকাংশই গা ঢাকা দেন। কেউ কেউ দেশ ছেড়েও গা বাঁচান। আবার অনেকের বিরুদ্ধে বাড়িঘরে থেকে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দিয়ে কারাবাসে যাওয়ারও অভিযোগ রয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯