আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৬:০৬

সিদ্ধান্তহীনতায় ভোগছে বিএনপি

ডান্ডিবার্তা | ১৬ মে, ২০২৪ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আন্দোলন কিংবা নির্বাচন সবকিছুতেই সিদ্ধান্তহীনতায় ভুগছে রাজপথের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সমমনা দল ও জোটের সঙ্গে একমত হওয়া, এমনকি নিজের দল পুনর্গঠনের ক্ষেত্রেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না দলটি। সরকারবিরোধী আন্দোলনে মাঠে থাকলেও বিএনপির সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা নিয়েও ক্ষুব্ধ ও হতাশ সমমনা দলগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কৌশল নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। আন্দোলনের নামে রাজপথে মাঝে-মধ্যে যেসব কর্মসূচি চলছে- সেগুলোও নামকাওয়াস্তেই। ভিতরে ভিতরে দলের সিনিয়র নেতাদের মধ্যেও হতাশা বিরাজ করছে। পদ-পদবি হারানোর ভয়ে কেউ কিছু বলতে পারছেন না। তারা এখন তাকিয়ে আছেন দলের হাইকমান্ড তারেক রহমানের দিকে। বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলোর মাধ্যমে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আন্দোলনের কৌশল নিয়ে রীতিমতো বিপাকে আছে বিএনপি। যুৎসই কৌশল নির্ধারণ করা সম্ভব হচ্ছে না দলটির পক্ষে। গতানুগতিক কিছু কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। গত কয়েক বছরে যত আন্দোলন-সংগ্রাম করেছে- তার সবই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনাহীন। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে সবচেয়ে বড় মহাসমাবেশের আয়োজন করলেও সেটি ছিল ‘রুটিন ওয়ার্কের’ মতোই কর্মসূচি। এর আগে বা পরে কোনো পরিকল্পনাই ছিল না তাদের। ফলে লাখ লাখ নেতা-কর্মীর সমাবেশ মাত্র ১০ মিনিটেই পুলিশ ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়। এর পরই শুরু হয় সারা দেশে পুলিশের মামলা ও ধরপাকড়। বড় নেতারা অধিকাংশই গা ঢাকা দেন। কেউ কেউ দেশ ছেড়েও গা বাঁচান। আবার অনেকের বিরুদ্ধে বাড়িঘরে থেকে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দিয়ে কারাবাসে যাওয়ারও অভিযোগ রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা