আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৮

বন্দরে আ’লীগের নেতাদের মধ্যে অবিশ^াস দানা বেধেছে

ডান্ডিবার্তা | ১৬ মে, ২০২৪ | ১০:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে আওয়ামীলীগে বিরোধ এবার চাঙ্গা হতে শুরু করেছে। নির্বাচনে দলীয় প্রার্থীর ভরাডুবির পর বিশ^াস আর অবিশ^াস দানা বাধতে শুরু করেছে। এম এ রশিদ এখন আর কাউকে বিশ^াস করতে পারছেন না। এদিকে এম এ রশিদকে সভাপতির পদ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম। তিনি বলেন, এম এ রশিদ দলের জন্য বোঝা। তিনি কর্মীবান্ধব নয়। দল পরিচালনা করতে হলে কর্মীবান্ধব নেতা প্রয়োজন। তিনি আওয়ামীলীগের সভাপতি হতে পারেন কিন্তু পিছনে কর্মী নেই যার প্রমাণ উপজেলা নির্বাচনে তার পরাজয়। আমি নিজে আওয়ামীলীগ করি কেন তার বিপক্ষে ছিলাম। কারণ তিনি দলের চেয়ে নিজের আখের গুছাতে ব্যস্ত ছিল। তার দ্বারা দলের কোন উপকার হয়নি। বরং তার জন্য দলের ক্ষতি হয়েছে। আমি তাকে চ্যালেঞ্জ করলাম। আগামীতে তিনি আমার সাথে ২৭নং ওয়ার্ডে নির্বাচন করুক দেখা যাবে কার জনপ্রিয়তা কতটুকু। মুখে বড় বড় কথা বলা যায় কিন্তু কর্মীবান্ধব নেতা হওয়া কঠিন। তার কাছে কখনো কোন কর্মী কোন সুযোগ পায়নি। সকল সুযোগ তিনি একা ভোগ করেছেন। যার পরিনিতি তাকেই ভোগ করতে হচ্ছে। নয়তো দল ক্ষমতায় আর তিনি দলের সভাপতি আর এ সময় তার পরাজয় হওয়াটা মনে করতে হবে তিনি কতটুকু কর্মীবান্ধব ও জনপ্রিয়। আমি তার প্রত্যাহার দাবি করছি দলের হাই কমান্ডের কাছে। যদি বন্দরে আওয়ামীলীগকে রক্ষা করতে হয় তবে এম এ রশিদের মত কর্মীবিহীন নেতাকে প্রত্যাখান করে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। দলীয় গঠনতন্ত্র মোতাবেক একজন দলের পদে থাকতে পারেন ৩ বছর। আর দীর্ঘ ১৫ বছর যাবত তিনি দলের চেয়ার ধরে রেখেছেন। কোন নেতা তৈরী হতে দেননি। তারমত নেতারাই দলে গনতন্ত্র নৎসাত করছে। গতকাল বুধবার দুপুরে কাউন্সিলর সিরাজের অফিসে বেশ কয়েকজন আওয়াশীলীগ নেতা ও কর্মী ছিলেন। তারা সকলেই এম এ রশিদের প্রত্যাহার চেয়েছেন আওয়ামীলীগকে রক্ষার দাবিতে। আজ যদি তরুণ নেতারা নেতৃত্বে থাকতেন তবে তাদের রাজনৈতিক কর্মকান্ড এশন হতো যেখানেই যেতেন সেখানেই দলের জয়জয়কার হতো। এম এ রশিদের মত নেতারা নেতৃত্ব সৃষ্টিতে বাধা। তাই এর ধরনের কর্মীবিহীন নেতা দলের জন্য অকেজো। এসকল অকেজো নেতাদের দল থেকে ঝেড়ে ফেলাই উচিৎ। তাহলে বন্দরে আবার আওয়ামীলীগ জেগে উঠবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা