আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৯

আ’লীগ রক্ষায় শক্তিশালী নেতা জরুরী

ডান্ডিবার্তা | ১৭ মে, ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর থানা ও উপজেলা আওয়ামীলীগে নেতৃত্ব পরিবর্তনের দাবি দিন দিন জোড়ালো হচ্ছে। ঝিমিয়ে পড়া আওয়ামীলীগকে জাগিয়ে তুলতে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীরা। আওয়মীলীগ বিরোধী দলে থাকাবস্থায় যে জোস ছিল আওয়ামীলীগে এখন আর তা নেই। দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতার স্বাধ পেয়ে নেতারা নিজেদের আখের গুছাতে ব্যস্ত থাকায় আর দলের প্রতি খেয়াল রাখেনি। যার কারণে দিন দিন আওয়ামীলীগ দুর্বল হয়ে পড়েছে। এদিকে বন্দর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী ও আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ পরাজিত হওয়ার পর দলীয় নেতাদের উদ্দেশ্যে হুমকি দিয়ে মন্তব্য করায় দলের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। এখাধিক নেতা বলেন, নিজের ভুলে পরাজয়ের মালা গলায় নিয়ে এখন দলের নেতাদের প্রতি দোষ চাপাচ্ছেন। আবার তিনি হুমকি দেন। তিনি মনে করেন আওয়ামীলীগ তার পৈত্রিক সম্পত্তি। আওয়ামীলীগ গণতান্ত্রীক ও জনগণের দল। তারমত এক রশিদ চলে গেলেও আওয়ামীলীগের কোন ক্ষতি হবে না। আর তার মত অকেজো নেতা চলে গেলে দলের জন্য ভাল হবে। দল চাঙ্গা হবে। তার কারণে বন্দরে আওয়ামীলীগ দুর্বল হয়ে আছে। কারণ তার নেতৃত্বে প্রজ্ঞা নেই। তিনি নিজের অহমিকা নিয়ে দলকে ডুবাচ্ছে। এ জন্য প্রয়োজন দলে নতুন নেতৃত্ব। দেখা গেছে যারা দলের জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে দলকে চাঙ্গা করে রেখেছিল তাদের দলে কোন স্থান দেয়া হয়নি। দেয়া হয়েছে দারোয়ান ও কর্মীবিহীন লোকদের। এছাড়াও হাইব্রিডদের দলে নেতা বানিয়ে দলকে কানা করে ফেলেছে। বন্দরে আওয়ামীলীগকে রক্ষা করতে হলে ত্যাগী ও নিবেদিত যারা তাদের নেতৃত্বে আনতে হবে। এ ব্যাপারে নাসিক ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী সামাদ বলেন, আমি ১৯৮৬ সাল থেকে রাজনীতি করি। যুবলীগের সভাপতি ছিলাম। অর্থ সময় দিয়ে দলকে চঙ্গা করে রেখেছিলাম। সম্প্রতি ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যখন কমিটি গঠন করা হয় এমন একজন লোককে সভাপতি করা হয়েছে যিনি দারোয়ানের চাকুরি। এখন তার কথায় কয়জন লোক আন্দোলনে যাবে। এছাড়া দলীয় কোন প্রোগ্রাম হলে তার নেতৃত্বে কে যাবে। যারা এতদিন আওয়ামীলীগকে বুকে লালন করে চাঙ্গা করে রেখেছিল তাদের বাদ দিয়ে নেতাদের তোষামোদকারীদের দলের নেতৃত্বে দিলের দলের ভভিষ্যত কতটুকু ভাল হবে। এ জন্য আওয়ামীলীগকে রক্ষা করতে হলে নতৃন করে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এদিকে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, যার কাছে দলের নেতাকর্মীদের সঙ্গবদ্ধ করার ক্ষমতা নেই তিনি কিভাবে নেতৃত্বে থাকেন। তাদের মত নেতাদের দল থেকে বের করে দিয়ে ত্যাগী শক্তিশালী নেতাদের নেতৃত্ব দেয়া জরুরী। যারা দলকে দিতে জানেনা শুধু নিতে জানে তাদের দ্বারা দল কখনো ভাল আশা করতে পারে না। আমি দাবি করছি অচিরেই বন্দরে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করে নতুন নেতৃত্বের ব্যবস্থা করতে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষন করছি। তা হলে আগামী দিনে বন্দরে আওয়ামীলীগ আবার মাথা উঁচি করে দাঁড়াতে পারবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা