আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪২

ঐতিহ্যবাহী শাহি জামে মসজিদের পাশে ময়লার স্তুপের দূর্গন্ধে মুসল্লীরা অতিষ্ট

ডান্ডিবার্তা | ১৭ মে, ২০২৪ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে ঐতিহ্যবাহী শাহি জামে মসজিদ এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকাটি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় সিটি কর্পোরেশন আওতাধীণ ২১নং ওয়ার্ডে অবস্থিত। আনুমানিক ৪’শ বছর পূর্বে মোঘল আমলের সময়কালে চুন-সুরকী ও পাথর দিয়ে নির্মিত হয় শাহী জামে মসজিদটি। পাশে মসজিদের সৌন্দর্য্য বর্ধনের জন্য বইছে শাহী মসজিদ পুকুর। যা কালের বির্বতনে ঐতিহ্য হারাতে বসেছে। মসজিদের রাস্তার পূর্ব পাশেই রয়েছে ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অবস্থিত। অথচ এমন একটি ব্যস্ততম গুরুত্বপূর্ণ এলাকা শাহী মসজিদ এর পাশেই রয়েছে ময়লা ফেলার স্তুপ। এলাকাবাসী এই ময়লার স্তুপটি অন্যত্র সরিয়ে নিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে একাধিক দাবী জানিয়ে কোন সাড়া পাচ্ছে না। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের অর্ন্তগত এলাকা হচ্ছে শাহীমসজিদ এলাকাটি। এই শাহীমসজিদের পাশেই রয়েছে ময়লার ভাগাড়। এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে। যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীরা এসে বিদ্যার্জন করে। রয়েছে মাদ্রাসা যেখানে কোমলমতি শিক্ষার্থীরা পাঠ গ্রহন করে। রয়েছে শাহী জামে মসজিদ ও শাহী আমলের পুকুর। আর এর পাশেই ময়লা ফেলার স্তুপ। এই ময়লার কারনে এক দিকে যেমন এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। অন্যদিকে ময়লা আবর্জনার দূর্গন্ধে শিশুরা পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মুসল্লীরা মসজিদে যাওয়ার সময় ময়লার মূর্গন্ধে নাক চেপে যেতে হয়। এছাড়াও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ১০/১২ দিনেও ময়লা অপসারন না করায় ময়লা আর্জনার দূর্গন্ধ আরো প্রকট আকার ধারন করে। শাহী মসজিদের পাশে ময়লার আবর্জনার স্থানটি সরিয়ে নিতে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিকে একাধিক বললেও কোন সাড়া পাওয়া যায় নাই। তাই এলাকাবাসী জনস্বার্থে মসজিদ ও ¯ু‹লের সামনে থেকে ময়লা আবর্জনার স্তুপটি দ্রæত অন্যত্র সরিয়ে নিতে মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছে। সিকদার মালেক স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী শেখ ফাতেমা বলেন, শাহীমসজিদে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এমন একটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন ময়লা আর্বজনার স্তুপ থাকায় আমিসহ আমার সহপাঠীরা নাক চেপে এই পথ দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এলাকার ময়লা-আবর্জনা রাখার জন্য একটা নির্দিষ্ট ময়লাগার দরকার। তবে সেটা স্কুল কিংবা মসজিদের পাশে নয়। স্কুল ও মসজিদের পাশে না হয়ে অন্যত্র ব্যবস্থা হলে ভালো হতো। স্থানীয় বাসিন্দা সামসুল হাসান বলেন, মসজিদের স্বার্থে, মুসল্লিদের স্বার্থে, মসজিদের সৌন্দর্য রক্ষার্থে, কোমলমতি শিক্ষার্থীর স্বার্থে শাহী মসজিদ থেকে অন্যত্র ময়লার স্তুপটি সরিয়ে নেয়ার মেয়র মহোদয়ের কাছে দাবী জানাচ্ছি। মসজিদ আমাদের ইবাদতের জায়গা। এলাকাবাসী মসজিদে আসেন নামাজ পড়ার জন্য। এলাকাবাসী ময়লার স্তুপটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিল। সেটা আবার অন্যভাবে ঠেকানো হয়েছে। সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর কাছে অনুরোধ এলাকার কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে যাতে দ্রæত ময়লা ফেলার স্থানটি পরিবর্তন করা হয়। এ ব্যাপারে স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায়্ ময়লা আবর্জনা জমানোর পর পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যায়। তবে এলাকাবাসীর দাবী (শাহী মসজিদ) ময়লার ভগাড়টি এখান থেকে অন্যত্র সরিয়ে নেয়ার। ময়লা ফেলার নির্দিষ্ট কোন স্থান না থাকায় এখানে নির্ধারন করা হয়েছে। তবে আমি এলাকাবাসীর সাথে কথা বলে দেখি কি করা যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা