আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৯

বুড়িগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি

ডান্ডিবার্তা | ১৭ মে, ২০২৪ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানার্ধীন চর বক্তাবলীতে বুড়িগঙ্গা নদী থেকে ৩/৪টি গ্রাবের মাধ্যমে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে খবির হোসেন, দিল মোহাম্মদ ও মেসি বাহিনী। ফতুল্লা থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনয়িনের চেয়ারম্যান এম শওকত আলীর নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত সরকারের অনুমতি না নিয়ে বুড়িগঙ্গা নদী হতে মাটি উঠিয়ে ইট ভাটায় বিক্রি করছে সংসদ সদস্য শামীম ওসমানের খালু শশুর রাজা মিয়ার বিয়াই হাজ্বী সলিমের ছোট ভাই মাটি খেকো খবির হোসেন, একাধিক মামলার আসামী দেলোয়ার হোসেন মেসি, দীল মোহাম্মদ চেয়ারম্যানকে বৃদ্ধা গুলি দেখিয়ে দীর্গদিন যাবত চালিয়ে আসছে গ্রাব গুলোকে। এলাকাবাসীর সূত্রে জানাযায়, বক্তাবলীতে নানা অপর্কমের মূলহোতা যাদের নামে রয়েছে একার্ধীক অভিযোগ। গত ৬ মার্চ দুপুরে ফতুল্লা মডেল থানার পুলিশ খবর পেয়ে বিআইডবিøউটিএর অনুমতি না নিয়ে বুড়িগঙ্গা নদী হতে গ্রাবের মাধ্যমে নদী হতে মাটি কাটারত অবস্থায় কয়েকজনকে আটক করে এবং টাকার বিনিময় তাদের ছেড়ে দেওয়ার অভিয়োগ রয়েছে। নদীর পারের স্থাপনা গুলোর কথা চিন্তা না করেই দিন ও রাত মাটি কেটে বিক্রি করছে তারা তাতে অদুর ভবিষ্যতে নদীতে পারের স্থাপনা গুলু বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর সূত্রে আরো জানাযায়, বক্তাবলী নৌ পুলিশ ফাড়ি ও ফতুল্লা থানা পুলিশকে মেনেজ করেই তারা নদীতে মাটি কাটার মেশিন (গ্রাব) চালিয়ে আসছে। যা চেয়ারম্যান এর ঘন্ষ্টি এক ব্যাক্তির মাধ্যমে পোঁছে দেওয়া হয়। যা সবটাই নিয়ন্ত্রন করেন দেলোয়ার হোসেন মেসি যিনি ফাড়ির ও থানা পুলিশের টাকা প্রতি মাসে ও সপ্তাহে গিয়ে তাদের কাছে দিয়ে আসেন। নদী থেকে মাটি তুলে প্রতি টলার মাটি সবনিম্ম ৫ হাজার থেকে ৮ হাজার টাকা প্রযন্ত বিক্রি করে থাকে। প্রতিদিন ৩/৪ টি গ্রাব দিয়ে ৪০/৫০টি টলার এর বেশি মাটি বিক্রি করে আসছে খবির ও মেসি বাহিনী যাদের থামানোর কেউ নেই। ব্যবসায়ী সলিম হাজ্বীর ছোট ভাই আওয়ামী লীগ নামধারী নেতা খবির হোসেন, একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন মেসি ও দীল মোহাম্মদ বুড়িগঙ্গা নদী হতে গ্রাব এর মাধ্যমে নদী হতে মাটি কাটা এলাকাবাসী অতি দ্রæত নদী হতে মাটিকাটা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে খবির হোসেন ও দেলোয়ার হোসেন মেসি বলেন, আপনারা চেয়ারম্যান সাহেবকে কেনো জানালেন। সে এটার বিষয়ে কিছু জানে না। আমরা এখানে গ্রাব চালাই সেটা আমাদের গ্রামের লোকরা মিলে করি। নদীতে গ্রাব চলে ও আমাদের খালে একটি চলে। এবং আমরাদের সাথে বেশ কয়েকজন বিশেষ পেশার লোকরা আছে যাদের আমরা সম্মানিত করে থাকি। এবিষয়ে ফতুল্লা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, তারা যে গ্রাব গুলোকে চালাচ্ছে আমি তাদের না করেছি। তারা আমরা কথা শুনে না। আমি পুলিশ প্রশাসনকে বলবো যারা অপরাদের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে তারা ব্যবস্থা গ্রহন করেন। তবে এবিষয়ে বক্তাবলী ফাড়ির ইনর্চাজ মো, শাহ্জালাল হোসেন বলেন, আমি এখানে নতুন আসছি তার পরেও গত তিন মাসে নদী থেকে মাটি উত্তোল করা অবস্থায় তাদের আটক করে দুইটি মামলা দিয়েছি। তবে টাকার বিষয় আমি কিছু জানি না আমি বিষয়টি দেখছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা