
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ২১ মে অনুষ্ঠেয় সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন। সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুকে সরাসরি সমর্থন জানিয়ে তার পক্ষে প্রকাশ্য প্রচারণায় নেমেছেন সোনারগাঁ আসনের সরকার দলীয় এমপি কায়সার হাসনাত। বাবু নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত। সোনারগাঁয়ের সাধারণ মানুষ বাবুর নাম শোনলেই আঁতকে ওঠেন। ভোটের মাঠে তিনি একেবারেই বেমানান। অথচ যার নাম সোনারগাঁর সর্বস্তরের মানুষের মুখে মুখে সেই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালামকে দূরে সরিয়ে রেখে নিজেদের হীন স্বার্থ হাসিলের মিশনে নেমেছেন এমপি কায়সার হাসনাত ও তার সাঙ্গপাঙ্গরা এমন অভিযোগ সাধারণ ভোটারদের। সরকারি উচ্চপর্যায়ে সুস্পষ্ট নিষধাজ্ঞা থাকা সত্বেও একজন প্রার্থীর পক্ষ নিয়ে প্রকাশ্যে এমপির মাঠে নামাটাকে মেনে নিতে পারছেন না সাধারণ ভোটাররা। যে কারণে এমপির নির্দেশনাকেও তারা তেমন আমলে নিচ্ছেন না। নির্বাচনের দিন প্রশাসন যদি বন্দরের মতো নিরপেক্ষ ভূমিকা বজায় রাখেন তবে সোনারগাঁয়ের নির্বাচনি ফলাফলটাও বন্দরের মতোই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলীয় সুত্রমতে জানাযায়, সোনারগাঁ উপজেলা নির্বাচনে সাংসদ কায়সার হাসনাত দলের সিদ্ধান্তকে অমান্য করে বাবুল ওমর বাবুকে সমর্থন দিয়েছে। সেই সাথে তার নির্বাচনে এলাকার প্রতিটি চেয়ারম্যান মেম্বারদের তার নির্দেশ মত কাজ করার নির্দেশনা দিয়েছে। যে সকল মেম্বাররা তার কথার বাইতে তাদেরকে ধমকন দিয়ে তার কথা মানার জন্য বাধ্য কার হচ্ছে। তবে সচেন মহল বলছে ভোট দিবে সাধারণ মানুষ। ভোটাররা সঠিক সময়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে বেছেন নিবেন। কিন্তু সোনারগাঁবাসী বলছে এখানে বন্দরের মত নিরব ভোটের বিপ্লব ঘটবে। অপরদিকে সোনারগাঁ উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী কালামের পক্ষে সোনারগাঁ আওয়ামী লীগের কার্যকরী সদস্য এরফান হোসেন দীপ মাঠে নেমেছন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবুর জাফর চৌধুরীও ঘোড়া মার্কার পক্ষে প্রচারণায় নেমেছেন। গত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সোনারগাঁ আসনে মনোনয়ন চেয়েছেন এরফান হোসেন দীপ এবং ডা. আবু জাফর চৌধুরী বীরু। আর এজন্য পুরো সোনারগাঁ জুরে তাদের কর্মী সমর্থক রয়েছে। তাদের সমর্থকরাও কালামের ঘোড়াকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতিটি ঘড়ে ঘোড়ার মত দৌড় দিয়ে যাচ্ছে। তাছাড়া এমপি কায়সার হাসনাত এবং এরফান হোসেন দীপ একই বংশের সম্পর্কে তারা চাচাত ভাই হওয়ায় এদের ভোট নিয়েও জটিল সমীকরণ তৈরী হয়েছে। এছাড়া দীপ সোনারগাঁ ক্লিন ইমেঝের ব্যক্তি হিসেবে পরিচিত। এজন্য তারা বিশাল ভোট ব্যাংক রয়েছে। তারা র্বতমান এমপির প্রভাবকে উড়িয়ে দিয়ে ভোটাররা যেন নির্বিঘেœ ঘোড়া মার্কা ভোট দিতে পারে মানুষের মাঝে সেই বিশ্বাস তৈরী করছেন। অন্যদিকে সোনারগাঁ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। কাঁচপুরে ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাদা তুলেন বাবু। এছাড়া তার নেতৃত্বে জুয়ার আসর বসে বলে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করছে এই বাবু। তাই সচেতন মানুষ তাকে এবার বয়কট করবে বলে মনে করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯