আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪১

নির্বাচন নিয়ে চ্যালেঞ্জের মুখে প্রশাসন

ডান্ডিবার্তা | ২১ মে, ২০২৪ | ৯:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আজ মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ ও চরহোগরার জাল ভোট ঠেকাতে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার শম্ভুপুরার প্রয়াত চেয়ারম্যান নাছির উদ্দিনের ছেলে রাসেলের বক্তব্যের পর বিষয়টি নতুন করে চ্যালঞ্জের মুখে ফেলেছে প্রশাসনকে। এক দেশের এক রাজা ছিলেন নাছির মেম্বার। তিনি বেঁচে থাকতে এলাকাটি নদী দ্বারা বিছিন্ন থাকায় সে এলাকার সকল ভোট নাছির মেম্বারের সমর্থিত প্রার্থী একক ভাবে পেয়ে যেতেন যা গত বৃহস্পতিকার তার ছেলে বক্তব্যে নতুন করে তুলে আনেন। বাবার মতো ছেলেও তার সমর্থিত প্রার্থীর পক্ষে একক ভাবে সকল ভোট দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন নাছির মেম্বারের ছেলে রাসেল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যটি ভাইরাল হলে সে এলাকার জাল ভোট ঠেকানো এখন প্রশাসনের নতুন কনে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। এছাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর কালামও বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানাগেছে, উপজেলার শম্ভুপুরা চরকিশোরগঞ্জ ও চরহোগরা মেঘনা নদী দ্বারা বিছিন্ন। এলাকাটি উপজেলার বিছিন্ন থাকায় প্রশাসনের লোকজন সেখানে তেমন একটা নজরদারী করতে পারেন না। এ সুযোগে বিগত দিনে নাছির মেম্বার একছত্র প্রভাব বিস্তার করে তার পছন্দের প্রার্থীকে একক ভাবে অন্য তুলনায় ন্যায় ৯০ হতে ৯৫% ভোট কাস্টিং দেখিয়ে তার প্রতিপক্ষ প্রার্থীকে হাতে গোনা ১৫/২০টি ভোট দিয়ে বাকি ভোট তার প্রার্থীর পক্ষে দিয়ে দিতেন। সেই এলাকায় নাছির মেম্বারের একক অধিপত্য থাকায় প্রশাসনের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যাসেজ করে তাদের সামনেই ছিল মেরে ভোট নিয়ে নিতেন। তার মৃত্যুর পর গত জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে রাসেল বাবার সেই অন্যায় করা পথে হেঁটে তার পছন্দের প্রার্থীকে ৯০ শতাংশ ভোট দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থিকে হাতে গোনা কয়েকটি ভোট দেন। এবারও তিনি তার বাবার পথ অনুসরন করে তার পছন্দের প্রার্থীকে একক ভাবে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রকাশ্যে হুমকি প্রদান করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে নাছির মেম্বারের ছেলে রাসেল বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রার্থী বাবুল ওমরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণার সভা মঞ্চে বসে আছেন। এসময় বিপুল সংখ্য কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মাইকে বক্তব্য দিচ্ছেন শম্ভুপুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন। রাসেল উদ্দিন বলেন, এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একজনই, কে বাবু ওমর, কে আনারস। আনারসের বাদে যত মার্কা, যা-ই দেখেন এটি নৌকা ডুবাইতে ছিদ্র করনের লাইগা। দ্বিতীয় কোনো কথা চলব না। চর কিশোরগঞ্জের সম্পুর্ন ভোট আনারসের। অন্য কোনো মার্কায় কোনো ভোট পড়ব। পড়তে পারে দু একজন আছে। ১০ জনের মধ্যে দু’ এককটা দুষ্ট গরু থাকে। তাদের উদ্দেশে বইল্লা দেই, ঘরেই থাকেন। যারা আনারসে ভোট দিতে চান, কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন। আপনাদের ভোটের দরকার নাই। সব ভোট আনারসের। যে কথা নাসির মেম্বার বইল্লা গেছে, সে কথাই শেষ, চর কিশোরগঞ্জের ভোট রিজার্ভ। দ্বিতীয় কোনো কথা, দ্বিতীয় কোনো নেতা এই এলাকায় (চর কিশোরগঞ্জে) জন্মায় নাই, জন্ম হইব না।’ তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর সোনারগাঁবাসীর মধ্যে মিশ্ন প্রতিক্রিয়া দেখা দেয় অন্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে। তারা প্রশ্ন তোলেন নাছির ছেলের এমন বক্তব্য আচারন বিধি লঙ্ঘনের সামিল। উপজেলা প্রশাসনের উচিত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন নয়তো সোনারগাঁয়ে শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা