
ডান্ডিবার্তা রিপোর্ট
আজ মঙ্গলবার ৩ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে ১০ লাখ ৮০ হাজার ৭৬২ জন ভোটার উপজেলা পর্যায়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৩ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্যে এসেছে। এ নিয়ে উত্তেজনা আছে নির্বাচনী এলাকায়। নির্বাচনকে ঘিরে থানায় সাধারণ ডায়রি, মানববন্ধন, সংবাদ সম্মেলন, বাকযুদ্ধ হয়েছে। তবে কোথাও কোন সংঘাতের খবর পাওয়া যায়নি। এর মধ্যে আড়াইহাজার ও সোনারগাঁয়ে ভোটারদের কেন্দ্রে না আসতে হুমকি, একজন আওয়ামী লীগ নেতার বংশ উচ্ছেদের হুমকি ও বিধি ভেঙ্গে শোডাউনের অভিযোগ, প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে আপত্তিকে কেন্দ্র করে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা। নির্বাচনের সংঘাতপূর্ণ পরিবেশ নিয়ে তারা ভিত। ভোটাররা মনে করেন এই দুই উপজেলায় আওয়ামী লীগের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় ভোটের দিন সংঘর্ষ হতে পারে। তবে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে বিপুল সংখ্যক বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্য নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার ভোটগ্রহণের দিন ৩ উপজেলায় ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ পরিবেশ বিঘিœত করে সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধে তড়িৎগতিতে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হলেও ভোটগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা রাখার লক্ষ্যে ব্যালট পেপার ভোটগ্রহণের দিন ভোরে পৌঁছাবে বলে জানান তিনি।
সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)। এরমধ্যে রফিকুল ইসলাম নান্নু ও মোহাম্মদ আলী হায়দার কাগজে কলমে প্রার্থী। তাদের কোন প্রচারণা ছিল না। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন আবুল ফয়েজ (চশমা প্রতীক), এম জাহাঙ্গীর হোসেন ভ‚ঁইয়া (টিউবওয়েল প্রতীক), মাছুম চৌধুরী (তালা প্রতীক) ও আজিজুল ইসলাম (মাইক প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন (ফুটবল প্রতীক) ও মাহমুদা আক্তার (হাঁস প্রতীক) লড়ছেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪২ টি কেন্দ্রে ৩ লাখ ৫০ হাজার ৬৬৮ জন ভোটার ব্যালট পেপারে ভোট দেবে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৪১৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ২৫৪ জন।
নয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত রূপগঞ্জ উপজেলায় ১৪২ টি কেন্দ্রে মোট তিন লাখ ৯০ হাজার ৬০৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৫৪ জন। এই উপজেলায় ২ জন হিজড়া ভোটার আছেন। রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ভোটের মাঠে আছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান (দোয়াত-কলম প্রতীক) ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভ‚ইয়া (আনারস প্রতীক)। এ উপজেলায় সাবেক জেলা পরিষদ সদস্য ও রংধনু গ্রæপের পরিচালক মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আড়াইহাজার উপজেলায় দুটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১৩৯ টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৬২ জন। এখানে ৩ জন হিজড়া ভোটার আছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, ‘সুষ্ঠু ভোটের জন্য যা যা করনীয় আমরা তার সব রকম ব্যবস্থাই নিয়েছি। ভোট শতভাগ সুষ্ঠু হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯