
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলা পরিষদের ভোটগ্রহণ আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরীতহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে সকল প্রকার সরঞ্জাম পৌছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। শুধু ব্যালট পেপার পৌছাবে ভোটগ্রহনের দিন সকালে। দুটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৬৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৪১৪ ও মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ২৪৫ জন। ভোট কেন্দ্র ১৪২টি। ভোট কক্ষ ৯২৬টি। প্রিসাইডিং অফিসার ১৪২ জন। সহকারী প্রিসাইডিং অফিসার ৯৬২জন। পোলিং ১ হাজার ৯২৪ জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন, তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটর সাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৬জন। তারা হলেন, মাসুম চৌধুরী, আজিজুল ইসলাম মুকুল, ফয়েজ শিপন, মোহাম্মদ জাহাঙ্গীর, মাহবুব পারভেজ ও জহিরুল ইসলাম খোকন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন, মাহমুদা আক্তার ফেন্সি, শ্যামলী আক্তার, কোহিনুর ইসলাম রুমা, এড, নুর জাহান ও হেলেনা আক্তার। এদিকে নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী থাকলেও ভোটের লড়াই হবে দুইজনের মধ্যে। তারা হলেন, মাহফজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক) ও বাবুল হোসেন ওমর (আনারস প্রতীক)। নানা প্রতিশ্রæতি নিয়ে দুইজনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। বিজয়ী হলে কি কি করবেন তার ফিরিস্থি তুলে ধরে ভোট প্রার্থনা করেছেন। তবে ভোটার বলছেন, সময় মতো যাকে কাছে পাবেন, যার দ্বারা উন্নয়ন হবে তাকেই তারা ভোট দিবেন। যদিও বিজয়ের ব্যাপারে দুই প্রার্থীই আশাবাদী। কিন্তু শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি, তার জন্য অপেক্ষা করতে হবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে দুই প্রার্থীর মধ্যে পাল্টা পাল্টি অভিযোগ, হুমকি-ধামকির কারণে তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে। ফলে শান্তিপুর্ণ ভোট নিয়ে শংকিত সাধারণ ভোটাররা। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ শান্ত না থাকলে কমতে পারে ভোটার উপস্থিতি। যদিও রির্টানিং কর্মকর্তা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে হবে বলে জানিয়েছেন। এ জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯