
ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরা-সাইনবোর্ড সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারী অটো চালকরা। ঢাকার ডেমরাস্থ ডগাইর এলাকা থেকে মিছিল নিয়ে মহাসড়কের সাইনবোর্ড মোড় অবস্থান নেন বলে জানা গেছে। তবে, বিক্ষোভ চলাকালে মহাসড়কের যান চলাচলে কোনো বিঘœ ঘটেনি। গতকাল সোমবার সকালে এমন ঘটনা ঘটলে এদিন দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নেয় পুলিশ। জানা যায়, ঢাকায় অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়ার প্রতিবাদে গতকাল রবিবার থেকে বিভিন্ন স্থানে অটোচালকরা আন্দোলন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ডগাইর এলাকায় আন্দোলন করার চেষ্টা করে এবং সেখানের সড়কে আগুন ধরিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের (ইনচার্জ) একেএম শরফুদ্দীন জানান, এটি ডেমরা এলাকার ডগাইর মোড়ের ঘটনা। সেখানে কিছু অটোচালক সড়কে ময়লায় আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করেছিলেন। মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশ এসে সরিয়ে দেয়। এখন মহাসড়ক স্বাভাবিক আছে। ঘটনাস্থলে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সিদ্ধিরগঞ্জের তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি৷ বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবুও যেকোনো ঝামেলা এড়াতে আমাদের থানা পুলিশের একটি টিম সাইনবোর্ডে অবস্থান করছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯