আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অটো চালকদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ২১ মে, ২০২৪ | ১০:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরা-সাইনবোর্ড সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারী অটো চালকরা। ঢাকার ডেমরাস্থ ডগাইর এলাকা থেকে মিছিল নিয়ে মহাসড়কের সাইনবোর্ড মোড় অবস্থান নেন বলে জানা গেছে। তবে, বিক্ষোভ চলাকালে মহাসড়কের যান চলাচলে কোনো বিঘœ ঘটেনি। গতকাল সোমবার সকালে এমন ঘটনা ঘটলে এদিন দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নেয় পুলিশ। জানা যায়, ঢাকায় অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়ার প্রতিবাদে গতকাল রবিবার থেকে বিভিন্ন স্থানে অটোচালকরা আন্দোলন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ডগাইর এলাকায় আন্দোলন করার চেষ্টা করে এবং সেখানের সড়কে আগুন ধরিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের (ইনচার্জ) একেএম শরফুদ্দীন জানান, এটি ডেমরা এলাকার ডগাইর মোড়ের ঘটনা। সেখানে কিছু অটোচালক সড়কে ময়লায় আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করেছিলেন। মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশ এসে সরিয়ে দেয়। এখন মহাসড়ক স্বাভাবিক আছে। ঘটনাস্থলে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সিদ্ধিরগঞ্জের তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি৷ বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবুও যেকোনো ঝামেলা এড়াতে আমাদের থানা পুলিশের একটি টিম সাইনবোর্ডে অবস্থান করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা