আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৫

রশিদের কবল থেকে আ’লীগ রক্ষার দাবি

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে আওয়ামীলীগকে রক্ষার দাবি জোড়ালো হচ্ছে। আওয়ামীলীগকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নেতৃত্বে পরিবর্তন জরুরী হয়ে পড়েছে। তৃনমূল নেতাকর্মীরা এম এ রশিদের নেতৃত্বের কবল থেকে মুক্তি চায়। যিনি বন্দর আওয়ামীলীগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তিনি নেতা হয়ে জনগণসহ কর্মীদের কাছে আওয়ামীলীগের গ্রহণযোগ্যতা কমিয়ে তলানীতে নিয়ে এসেছে। এ জন্য নেতাকর্মীরা এম এ রশিদকে অতিব জরুরী নেতৃত্বে থেকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দেয়ার আহবান জানান। বন্দর আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, এম এ রশিদের দিন শেষ হয়ে এসেছে। তিনি আরো ৫ বছর আগেই রাজনীতি থেকে ছিটকে পড়তেন। শুধু ওসমান পরিবারের আর্শিবাদে ৫টি বছর উপজেলার চেয়ার দখল করে বন্দর আওয়ামীলীগের উপর ছড়ি ঘুরিয়ে গেছেন। তার নেতৃত্বে কারণে বিগত সিটি করপোরেশন নির্বাচনেও বন্দরে আওয়ামীলীগ সুবিধা করতে পারেনি। তার দুর্বল নেতৃত্বে ফলে বন্দরে আওয়ামীলীগ শুধু নামে মাত্র রয়েছে। তিনিই শুধু নেতা আর কাউকে তিনি আগাতে দেননি। তার কিছু চাটুকার সুবিধা নেয়ার জন্য তার পিছনে ঘুরলেও প্রকৃত আওয়ামীলীগাররা তার থেকে দুরে সরে গেছে। যার কারণে বন্দরে আওয়ামীলীগের অবস্থা নাজুক। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন তৃনমূল নেতাকর্মীরা। এ বিষয়ে একধিক নেতার সাথে আলাপ করলে তারা বলেন, বন্দরে আওয়ামীলীগ ধ্বংসের একমাত্র কারিগর এম এ রশিদ। যার কারণে বার বার বন্দরে আওয়ামীলীগের ভরাডুবি হচ্ছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রীও জানেন বন্দরে আওয়ামীলীগ দুর্বল তাই তিনি সদর-বন্দরে দলীয় এমপি প্রার্থী দিচ্ছেন না। এ ব্যপারে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম জানান, এম এ রশিদের হাত থেকে আওয়ামীলীগকে রক্ষা করতে হবে। তাকে অতিব জরুরী সভাপটতির পদ থেকে পত্যাহার করে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে নতুন নেতা সৃষ্টি করার দাবি জানাচ্ছি জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নীতি নির্ধারনীদের প্রতি। তিনি বলেন, দলকে ধ্বংস করেছে এম এ রশিদ। তিনি ডুবেছেন দলকে ডুবিয়েছেন। তিনি নির্বাচনী বিভিন্ন সভায় বলে বেড়িয়েছেন তিনি কোন দুর্নীতি করেননি। আমি বলতে চাই তার দুর্নীতির কারণে আজ বন্দরে দলের দুর্দশা। তাই এম এ রশিদকে বহিস্কারের জোর দাবি জানাচ্ছি। তারমত অযোগ্য নেতার নেতৃত্বে দল কখনো চাঙ্গা হতে পারে না। তাই দলকে রক্ষা করতে হলে এম এ রশিদের হাত থেকে প্রথমে রক্ষা করতে হবে। তারপর নতুন নেতৃত্বের মাধ্যমে দলকে চাঙ্গা করে পুনরায় বন্দরে আওয়ামীলীগকে জাগিয়ে তুলতে হবে। তাই এই অযোগ্য নেতার কবল থেকে বন্দরে আওয়ামীলীগের তৃনমূল নেতা কর্মীরা মুক্তি চায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা