আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪১

তিন উপজেলায় ভোটের মাঠে ৪ জনের কারাদÐ

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৪ | ১২:০৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এজেন্টদের তুলে নিয়ে মারধর. জাল ভোট ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণের কারণে চারজনকে কারাদÐ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে তাদের এই সাজা দেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নে দোয়াত-কলমের এজেন্টদের মারধরের পর কেন্দ্রে থেকে বের করে দেওয়ার অভিযোগে জাইদুল করিম ভুঁইয়া নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমান এ সাজা দেন। জাইদুল খাগকান্দা ইউনিয়নের সমির উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার ছোট ভাই। এদিকে রূপগঞ্জে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করায় দুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার মাঝিনা মৌজার আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দুজন হলেন, মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আবদুল জলিলের ছেলে মফিজুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান হোসেন ও মফিজুল ইসলাম দুপুরে আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকদের দেখে তারা দুজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গণমাধ্যমকর্মীরা তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা দুর্ব্যবহার করেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনিসুর রহমান ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেন। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদÐ দেন। অপরদিকে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে জাল ভোট দিয়ে ধরা পড়ার পর আবু হানিফ (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদÐ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদÐ দেয়া হয়। দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের দলরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দÐপ্রাপ্ত আবু হানিফ (১৯) দলরদী গ্রামের কবিরের ছেলে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা